• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

জ্যাকলিনের বিল্ডিংয়ে ভয়াবহ আগুন (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ মার্চ ২০২৪, ১৩:৫৪
জ্যাকলিন ফার্নান্দেজ
জ্যাকলিন ফার্নান্দেজ

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের বিল্ডিংয়ে। বুধবার (৬ মার্চ) রাতে মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার পালি হিলে অবস্থিত নওরোজ হিল সোসাইটির ১৭ তলা অ্যাপার্টমেন্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই ভবনে দীর্ঘদিন ধরেই বসবাস করছেন জ্যাকলিন।

এদিকে জ্যাকলিনের অ্যাপার্টমেন্টে আগুন লাগার খবরে রীতিমতো উদ্বিগ্ন ছিলেন তার ভক্তরা। তবে অগ্নিকাণ্ডের সময়ে জ্যাকলিন ফ্ল্যাটে ছিলেন কিনা সেটা জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হননি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন হতে জানা যায়, অ্যাপার্টমেন্টটির ১৪ তলার রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত। এই ভবনটির ১৬ তলায় ৫ বেড রুমের বিলাসবহুল একটি ফ্ল্যাট রয়েছে জ্যাকলিনের। আর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ১৫ তলায়।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, নার্গিস দত্ত রোডে অবস্থিত এই ভবনটিতে রাত ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমাদেরকে কল দিয়ে জানানো হয়, ভবনটির ১৫ তলায় আগুন লেগেছে। আমরা দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে তদন্ত চলমান রয়েছে।

অগ্নিকাণ্ডের ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উত্তরায় রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড: আলামত নষ্টের অভিযোগে কর্মচারী আটক
গভীর রাতে বাড়িতে অগ্নিকাণ্ড, প্রাণ গেল ২ নারীর
চট্টগ্রামে কার্টন ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
গুলশানের বটতলা বস্তিতে অগ্নিকাণ্ড