গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও সংগীতশিল্পী পিন্টু ঘোষ। দীর্ঘ ১০ বছরের বেশি সময় কাজ করা দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’ ছেড়ে একক ক্যারিয়ার গড়েছেন তিনি। এবার তার পথেই হাঁটছেন তার ছোট ভাই জিকো। মূলত বড় ভাইয়ের অনুপ্রেরণায় সংগীত পরিচালনায় নিজের নাম লেখালেন তিনি।
ছোট বেলা থেকেই গানের সঙ্গে যুক্ত জিকো। তিনি বাংলাদেশের যন্ত্রশিল্পীদের মাঝে অন্যতম একজন। তবে সংগীত পরিচালনা করেননি কখনো। এবার বড় ভাই পিন্টু ঘোষকে নিয়েই একসঙ্গে কাজ করলেন তিনি।
ইতোমধ্যে ৪টি গানের সংগীত পরিচালনা করেছেন জিকো। যেই চারটি গানের কণ্ঠ শিল্পী পিন্টু ঘোষ। ইতোমধ্যে আরটিভির জনপ্রিয় অনুষ্ঠান ফোক স্টেশনের বড় আয়োজনের শুটিং সম্পন্ন হয়েছে। যা এই ঈদে প্রকাশ পাবে।
ফোক স্টেশনের সংশ্লিষ্টরা মনে করছেন শুরুতেই বাজিমাত করবেন জিকো।