• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

গুরুতর আহত নির্মাতা শিবপ্রসাদ মুখার্জি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ এপ্রিল ২০২৪, ১৯:৪২
শিবপ্রসাদ মুখার্জি
শিবপ্রসাদ মুখার্জি

শুটিংয়ে গুরুতর আহত হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা শিবপ্রসাদ মুখার্জি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ‘বহুরূপী’ সিনেমার শুটিং সেটে কোমরে গুরুতর আঘাত পান তিনি।

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, গত কয়েক দিন ধরে কলকাতার ব্যারাকপুরে ‘বহুরূপী’ সিনেমাটির শুটিং চলছে। গতকাল ফ্লোরে শিবপ্রসাদ ও অভিনেতা আবীর চ্যাটার্জি শুটিং করছিলেন। থ্রিলার ঘরানার সিনেমাটিতে একাধিক অ্যাকশন দৃশ্য এবং স্ট্যান্ট রয়েছে।

অন্য একজন অভিনেতার সঙ্গে অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল শিবপ্রসাদের। উঁচু থেকে লাফ দেওয়ার একটি দৃশ্য ছিল। তখনই সহ-অভিনেতার ধাক্কায় কোমরে গুরুতর চোট পান তিনি।

সিনেমাটির ইউনিটের একটি সূত্র জানায়, শিবপ্রসাদকে আপাতত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে বাকি অভিনেতাদের নিয়ে সিনেমাটির শুটিং চলছে।

প্রসঙ্গত, যৌথভাবে ‘বহুরূপী’ সিনেমাটি নির্মাণ করছেন নন্দিতা রায়-শিবপ্রসাদ। কলকাতার আগে বোলপুরে সিনেমাটির বড় অংশের শুটিং শেষ করেছেন তারা। সিনেমাটির মূল চরিত্রে দেখা যাবে আবীর এবং ঋতাভরী চক্রবর্তী। আগামী পূজায় মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

সূত্র : জি বাংলা

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বহুরূপী’ নিয়ে আসছেন ফরহাদ-ইয়াশা
ধাক্কা সামলে বাড়ি ফিরলেন নির্মাতা শিবপ্রসাদ