ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

বাগেরহাটে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি, বজ্রপাতে নিহত ১

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৮ এপ্রিল ২০২৪ , ০২:২৪ পিএম


loading/img
ছবি : আরটিভি

কালবৈশাখী ঝড়ে বাগেরহাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়েছে। এ সময় কচুয়ায় বজ্রপাতে এক মাদরাসার দপ্তরি নিহত হয়েছেন। কেন্দ্রীয় বাস-টার্মিনালে একটি সাইনবোর্ড ভেঙে দাঁড়িয়ে থাকা বাসের ওপর পড়ে এক বাস শ্রমিক আহত হয়েছেন। অপরদিকে শহরতলির মারিয়াপল্লীতে এক নারী আহত হয়েছেন। জেলা শহরের বিভিন্ন স্থানে গাছ উপড়ে ও বিদ্যুতের খুঁটি ভেঙে তার ছিঁড়ে পড়েছে। এতে জেলা সদরসহ পুরো জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ রাতের মতো অন্ধকার হয়ে কালবৈশাখী ঝড় শুরু হয়। ১৫ মিনিট স্থায়ী এ ঝড়ে বাগেরহাট পৌরসভার ও জেলার বিভিন্ন স্থানে গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছ চাপা পড়ে অসংখ্য বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুজ্জামামান জানান, সদর উপজেলার জেলার মারিয়াপল্লীতে ১৫ ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় এক নারী আহত হয়। এ ছাড়া আরও কিছু এলাকায় মসজিদ, মন্দির ও কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান, কচুয়ার চরসোনাকুড় গ্রামে গরু আনতে গিয়ে  বজ্রপাতে লিকসান সরদার (৩২) নামের এক মাদরাসার দপ্তরি নিহত হয়েছেন। সকালে তিনি মাঠে গরু আনতে যান। তিনি কচুয়া উপজেলার চরসোনাকুড় আলিম মাদরাসার দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. খালিদ হোসেন জানান, বাগেরহাট সদর উপজেলায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |