ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

যে কারণে মেট গালায় থাকছেন না প্রিয়াংকা চোপড়া

বিনোদন ডেস্ক, আরটিভি

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ০৩:৪৬ পিএম


loading/img
প্রিয়াংকা চোপড়া

বিশ্বের অন্যতম সেরা ফ্যাশন শো মেট গালা। সেখানে অদ্ভুত সাজ-পোশাকে উপস্থিত হন তারকারা। প্রতিবছর মেট গালায় অংশ নিয়ে রীতিমতো নজর কাড়েন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। তবে এবার আর দেখা যাবে তাকে।  

বিজ্ঞাপন

জানা গেছে, চলতি বছরের মেট গালায় অংশ নিচ্ছেন না প্রিয়াংকা। এবারের আসরে অনুপস্থিত থাকার বিষয়টি নিজেই জানিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি তার প্রযোজিত ডকুমেন্টারি সিনেমা ‘টু কিল আ টাইগার’র প্রচারণার সময় এক সাক্ষাৎকারে এই খবরটি নিশ্চিত করেছেন তিনি।

প্রিয়াংকা চোপড়া

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে প্রিয়াংকা বলেন, চলতি বছর মেট গালায় অংশ নিচ্ছি না আমি। তাই আমি জানি না এবার কারা সেখানে অংশ নিবেন। কিন্তু এ বছরের আসরে শুটিং নিয়ে ব্যস্ত থাকায় যোগ দিতে পারছি না। আমি এটা খুব মিস করব। প্রতি বছর মেট গালায় সবার সৃজনশীলতা দেখতে ভীষণ ভালো লাগে আমার।    

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে প্রতি বছর মে মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হয় ফ্যাশন শো মেট গালা। এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। বিশ্বের নানা দেশ থেকে নির্ধারিত থিম ড্রেসে সেজে হাজির হবে অভিনয়শিল্পীরা। তারকাদের মিলনমেলায় পরিণত হয় মেট গালার আসর।    

প্রিয়াংকা চোপড়া

বিজ্ঞাপন

চলতি বছর মেট গালার থিম হল ‘দ্য গার্ডেন অফ টাইম’। জেজি ব্যালার্ডের লেখা ছোট গল্প ‘দ্য গার্ডেন অফ টাইম’ থেকে অনুপ্রাণিত হয়েই মূলত এবারের থিম নির্বাচন করা হয়েছে। ১৯৬২ সালে প্রকাশিত পেয়ে সাড়া ফেলেছিল গল্পটি। গেল ফেরুয়ারিতে থিম ঘোষণা করা হয়েছিল। 

বিজ্ঞাপন

সূত্র : টাইমস অব ইন্ডিয়া 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |