ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

শিক্ষার্থীদের নিয়ে ফাহমিদা নবীর গানের অ্যালবাম 

বিনোদন ডেস্ক, আরটিভি

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ০৪:০৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। নিজে গাওয়ার পাশাপাশি গান লেখা ও সুর করাতেও পারদর্শী তিনি। নতুন খবর হলো, নিজের গানের স্কুল ‘কারিগরি’র  ১০ শিক্ষার্থীকে নিয়ে ১০টি মৌলিক গান করেছেন তিনি। যেগুলো শিগগিরই প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

জানা গেছে, অ্যালবামের নাম ‘কারিগরি ২’। এর প্রতিটি গানই লিখেছেন ও সুর করেছেন ফাহমিদা নবী। এর আগে ২০১৭ সালে তিনি প্রকাশ করেছিলেন ‘কারিগরি’ নামের প্রথম অ্যালবামটি।

নতুন অ্যালবাম প্রকাশ নিয়ে ফাহমিদা বলেন, বেশ সময় নিয়ে গানগুলো করেছি। শিক্ষার্থীরাও মন-প্রাণ দিয়ে গেয়েছে। বর্তমানে চলছে ভিডিও চিত্র নির্মাণের কাজ। শেষ হলে সেগুলো নিয়ে বসবো পোস্ট প্রোডাকশনে।

বিজ্ঞাপন

কবে নাগাদ অ্যালবামটি প্রকাশ পাবে, জানতে চাইলে তিনি বলেন, মাসখানেকের মধ্যে গানগুলো আমার ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়ার ইচ্ছা আছে। পরে অন্যান্য অনলাইন  যে প্ল্যাটফরমগুলো রয়েছে, সেখানেও প্রকাশ করব।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |