• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

অনির্বাণের সঙ্গে সংসার ভাঙার খবরে মুখ খুললেন মধুরিমা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ৩০ এপ্রিল ২০২৪, ১৮:১৪
সংগৃহীত
ছবি : সংগৃহীত

ওপার বাংলার সিনেমার জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ভালোবেসে বিয়ে করেছিলেন শিল্পী মধুরিমা গোস্বামীকে। ২০২০ সালে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি। বিয়ের মাত্র ৪ বছরের মাথায় গুঞ্জন ছড়িয়েছে, ভেঙে যাচ্ছে তাদের সংসার।

বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন অনির্বাণের স্ত্রী। এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এখনও এসব নিয়ে এত আলোচনা চলছে? আমার তো ভেবেই হাসি পাচ্ছে।

বিচ্ছেদ প্রশ্নে এই অভিনয়শিল্পী বলেন, একেবারেই না। আমার কিন্তু আপনার প্রশ্নটা খারাপ লাগেনি। বরং সত্যি যদি আমার আর অনির্বাণদার বিবাহবিচ্ছেদ ঘটত, একটু খারাপ লাগত এই ফোনটা এলে। তবে বিষয়টা যেহেতু সত্যি নয়, আমি কিছু মনে করছি না। বরং খোলাখুলি বলতে চাইছি যে, পুরোটাই গুজব।

এবারই প্রথম নয়, গত বছরও এ দম্পতির সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়েছিল। একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেছিল, ‘দু’জনের দূরত্বের কথা অনেকেই এখন জানেন বা অনুভব করছেন।’ এ গুঞ্জনের সত্যতা নিয়ে মধুরিমা বলেছিলেন, ‘এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’ তারপর সময়ের সঙ্গে এ দম্পতির বিচ্ছেদের খবরে ভাটা পড়ে।

মধুরিমার বাবা পদ্মশ্রীখ্যাত মূকাভিনয় শিল্পী নিরঞ্জন গোস্বামী। তিনি নিজেও নাট্যচর্চার সঙ্গে যুক্ত। তার পড়াশোনাও থিয়েটার নিয়ে। অনির্বাণের সঙ্গে একত্রে নাট্য প্রযোজনায় কাজও করেছেন।

মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়ে নাম লেখান অনির্বাণ ভট্টাচার্য। পরবর্তীতে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘ঈগলের চোখ’, ‘আরশি নগর’, ‘কলকাতায় কলম্বাস’, ‘ধনঞ্জয়’, ‘দেবী’, ‘দ্বিতীয় পুরুষ’, ‘শাহজাহান রিজেন্সি’ প্রভৃতি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপূর্বকে নিয়ে ভারতের মিথ্যাচার, মুখ মুখলেন অভিনেতা
দুর্ঘটনায় আহত অভিনেতা পাভেল, চাইলেন দোয়া
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে যা বললেন অভিনেতা অনির্বাণ
চঞ্চলকে ‘গৃহবন্দি’ করার গুজব ভারতীয় গণমাধ্যমে, যা বললেন অভিনেতা