ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

‘শেকড়’ সিনেমায় নতুন জুটি নাঈম-আইশা

বিনোদন ডেস্ক, আরটিভি

শুক্রবার, ০৩ মে ২০২৪ , ১০:২২ এএম


loading/img
ছবি : সংগৃহীত

নতুন সিনেমার ঘোষণা দিলেন নির্মাতা প্রসূন রহমান।  নাম ‘শেকড়’। এতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করবেন এফ এস নাঈম ও আইশা খান। বৃহস্পতিবার (২ মে) সত্যজিৎ রায়ের জন্মদিনে রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজন করে এই ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

নতুন সিনেমায় যুক্ত হওয়া নিয়ে গণমাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন নাঈম। 

তিনি বলেন, চেষ্টায় আছি ভালো অভিনেতা হওয়ার। তাই প্রতিটি ভালো কাজের সঙ্গে যুক্ত হওয়ার প্রয়াসটা অব্যাহত রেখেছি। ‘শেকড়’ তেমনই একটি কাজ।

বিজ্ঞাপন

এস নাঈম আরও বলেন, সিনেমায় আমার চরিত্রটির মাধ্যমে অনেক মানুষের মনের কথা ফুটে উঠবে। তারা রিলেট করতে পারবে নিজের সঙ্গে। 

এ সময় নিজের প্রতিক্রিয়ায় আইশা খান বলেন, আমার কাছে মনে হয় গল্পটাই আসল। তাইতো দেড় মাস আগে গল্প শোনার পর ‘শেকড়’ সিনেমার জন্য রাজি হয়ে যাই। পরিবারের সবাইকে নিয়ে হলে বসে দেখার মতো সিনেমা এটি। আশাকরি, সবার ভালো লাগবে।

বিজ্ঞাপন

‘শেকড়’ নিয়ে নির্মাতা প্রসূন রহমান বলেন, দেশের প্রায় প্রতিটি পরিবারের কেউ না কেউ প্রবাসে থাকে। আপনজনদের ফেলে যাওয়া সেই মানুষের গল্প বলা হবে ‘শেকড়’ সিনেমায়। 

নাঈম-আইশা ছাড়াও সিনেমাটিতে দিলারা জামান, সমু চৌধুরী, সঙ্গীতা চৌধুরী, শাহরিয়ার সজিব, নাইরুজ সিফাত, নাফিস আহমেদ, ফাতেমা-তুজ-জোহরা ইভা, বৈদ্যনাথ সাহা, শিশুশিল্পী মুনতাহা এমেলিয়া, হামিদুর রহমান প্রমুখ অভিনয় করেছেন।

প্রসঙ্গত, সানাউল মোস্তফার উপন্যাস অবলম্বনে ‘শেকড়’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা প্রসূন রহমান নিজেই। ৪ মে থেকে ঢাকায় শুরু হবে এর শুটিং। এরপর গাজীপুর, রাজশাহী ও কুষ্টিয়ায় ৩টি ধাপে শেষ হবে দৃশ্যধারণের কাজ। সব ঠিক থাকলে আগামী বছরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |