দেশের প্রয়াত কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির জন্মদিন আজ। এ দিনে তাকে ঘিরে ফেসবুকে স্মৃতিকাতর স্ট্যাটাস দিয়েছেন শোবিজ তারকারা। যার মধ্যে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী অন্যতম।
তিনি নিজের ফেসবুকে লিখেছেন, ‘ফরীদি ভাই, আপনার অভাব কখনো পূরণ হওয়ার নয়। তাইতো এখনও গভীর রাতে আপনার ছবি আঁকি ক্যানভাসে। নানান রেখায় জীবন্ত হয়ে ওঠেন আপনি। স্মরণ করি গভীর শ্রদ্ধায়। হুমায়ুন ফরীদি একজনই। শুভ জন্মদিন ফরীদি ভাই।
তার সেই পোস্টে সহকর্মী থেকে ভক্ত-অনুরাগী সবাই নিজেদের মন্তব্য জানিয়েছেন।
অভিনেত্রী অরুণা বিশ্বাস লিখেছেন, অনন্ত শ্রদ্ধা।
অভিনেতা মুকিত জাকারিয়া লিখেছেন, শুভ জন্মদিন, শ্রদ্ধা।
টিপু সুলতান নামে এক ভক্ত লিখেছেন, শুভ জন্মদিন কিংবদন্তি।
প্রসঙ্গত, কিছুদিন আগে চঞ্চল চৌধুরী অভিনীত ও সৃজিত মুখার্জী পরিচালিত পদাতিক সিনেমার টিজার প্রকাশ পেয়েছে। সেখানে মৃণাল সেনের চরিত্রে দেখা গেছে চঞ্চলকে। এছাড়া মুক্তির অপেক্ষায় থাকা ‘তুফান’ সিনেমায়ও অভিনয় করেছেন এই গুণী অভিনেতা।