ঢাকাবৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

যে কারণে ভাবনাকে ধুয়ে দিলেন অঞ্জনা

বিনোদন ডেস্ক, আরটিভি

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ , ০৩:৪১ পিএম


loading/img
আশনা হাবিব ভাবনা ও অঞ্জনা রহমান

চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে অংশ নেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নজরকারা লুক আর বাহারি পোশাকে উৎসবের কয়েক দিন লাল গালিচায় রূপের দ্যুতি ছড়িয়েছেন তিনি। খোলামেলা পোশাকে বেশ আর্কষণীয়ভাবেই নিজেকে মেলে ধরেন তিনি। 

বিজ্ঞাপন

আশনা হাবিব ভাবনা

এদিকে খোলামেলা পোশাক পরায় তীব্র সমালোচনাও ধেয়ে এসেছে ভাবনার দিকে। কানে এবার পোশাক নিয়ে তাকে খোঁচা দিলেন সিনিয়র অভিনেত্রী অঞ্জনা রহমান। রীতিমতো ভাবনাকে ধুয়ে দিয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

অঞ্জনার ভাষ্যমতে, খোলামেলা পোশাক কখনোই বাঙালি সংস্কৃতির বাহক নয়। এমনকি বুধবার (২৯ মে) নিজের ফেসবুকে ভাবনাকে নিয়ে কড়া মন্তব্য করে পোস্টও দেন এই অভিনেত্রী।   

পাঠকদের সুবিধার জন্য অঞ্জনার পোস্টটি হুবহু তুলে ধরা হলো—  

আশনা হাবিব ভাবনা

বিজ্ঞাপন

‘কান ফেস্টিভ্যালে নিজেকে অত্যাধুনিকভাবে প্রেজেন্ট করতে গিয়ে, এ দেশের কয়েকজন নামধারী নায়িকা এমন পোশাকে নিজেকে জনসম্মুখে আবির্ভূত করেছেন। যেটা কখনোই একজন পরিপূর্ণ বাঙালি শিল্পী, যার মধ্য বিন্দু পরিমাণ শিল্পসত্তা বিদ্যমান, তিনি এমন খোলামেলা পোশাকে নিজেকে এবং নিজের দেশীয় সংস্কৃতিকে অপমান করতে পারেন না। 

বিজ্ঞাপন

খোলামেলা পোশাক কখনোই বাঙালি সংস্কৃতির বাহক নয়। বাঙালি সংস্কৃতি-কৃষ্টির প্রতি যার কোনো মমত্ববোধ নেই, সে আবার কিসের শিল্পী।’

সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে অঞ্জনা কারও নাম উল্লেখ না করলেও, তিনি যে ভাবনাকেই খোঁচা দিয়েছেন সেটা বুঝতে বাকি নেই নেটিজেনদের। 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |