ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

মেয়েরা বাঁকা হাড় দিয়ে তৈরি: শাহনূর

বিনোদন ডেস্ক, আরটিভি

রোববার, ০২ জুন ২০২৪ , ০৪:৪৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় চিত্রনায়িকা শাহনূর। কাজসহ সমসাময়িক নানান বিষয় নিয়ে প্রায়ই সরব থাকেন ফেসবুকে। তারই ধারাবাহিকতায় এবার তিনি লিখলেন নারীদের নিয়ে।

বিজ্ঞাপন

রোববার (২ জুন) নিজের ফেরিফায়েড একাউন্টে এই চিত্রনায়িকা লিখেছেন, ‘মেয়েরা একটু রাগি হয়, জেদি হয়, অভিমানীও হয়। কারণ, এরা বাঁকা হাড় দিয়ে তৈরি। মেয়েদের আবেগ বেশি, ভালোবাসাও বেশি। মেয়েরা যতটা না অভিমানী হয়, তার চেয়ে বেশি ভালোবাসতে জানে। মেয়েদের দায়িত্ব-সেক্রিফাইস শেখাতে হয় না। এরা পরিস্থিতির স্বীকার হয়ে সবকিছু নিজের মতো শিখে যায়।’

বিজ্ঞাপন

শাহনূর আরও লিখেছেন, ‘মেয়েদের মন খুব নরম হয়। এরা সহজেই মানুষকে আপন করতে পারে। সহজেই নিজের মনে অন্য কাউকে স্থান দিতে পারে। কথায় আছে ‘নরম স্থানে আঘাত করলে লাগে বেশি।’  ঠিক তেমনি একটা মেয়ের মনে সামান্য আঘাত লাগলে প্রচুর কষ্ট পায়। মেয়েদের খুব যত্নে রাখতে হয়। মেয়েদের আবেগ, আহ্লাদ, ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়।’

প্রসঙ্গত, চিত্রনায়িকা শাহনূর ক্যারিয়ারে অভিনয় করেছেন ৬১টিরও বেশি সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা। এ ছাড়া তিনি সম্প্রতি শেষ করেছেন ‘রাজকুমারী’ সিনেমার ডাবিং। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |