• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

পাঁচ সিনেমায় জমবে ঈদ

আরটিভি নিউজ

  ১৫ জুন ২০২৪, ২২:১২
সংগৃহীত
ছবি : সংগৃহীত

এক দিন পরই ঈদুল আজহা। সিনেমাপ্রেমীদের ঈদের আনন্দকে দ্বিগুণ করতে তারকাবহুল চমৎকার গল্প নিয়ে হাজির হন সিনেমা নির্মাতারা। ঈদে সিনেমা মুক্তি দিতে তাদের দৌড়ঝাঁপ থাকে তুঙ্গে। এবারও তার ব্যতিক্রম নয়। ঈদুল ফিতরে এক ডজনের বেশি সিনেমা মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তি পায় ১১টি সিনেমা। এবার ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় আছে পাঁচটি সিনেমা। সংখ্যায় কম হলেও মানের দিক থেকে বিগত সময়ের তুলনায় নতুনত্ব দেখা যাবে বলে জানিয়েছেন সিনেমাসংশ্লিষ্টরা। এবারে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হলো তুফান, ময়ূরাক্ষী, ডার্ক ওয়ার্ল্ড, রিভেঞ্জ, আগন্তুক।

তুফান

এবারের ঈদে মুক্তির দৌড়ে এগিয়ে রয়েছে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’। শাকিব খানের একেবারে অন্য রকম লুক, অ্যাকশন, অভিনয় সব মিলিয়ে যেন ভিন্ন বার্তা দিচ্ছে তুফান।

তুফান নিয়ে এর নির্মাতা রায়হান রাফী বলেন, তুফান এর মধ্যেই শুরু হয়ে গেছে। এটি যখন রিলিজ হবে তখন তুফান থেকে সাইক্লোন, সাইক্লোন থেকে আরও বড় ঝড় শুরু হবে বাংলা সিনেমার জন্য। দেশ-বিদেশে তুফান নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এটি এমন একটি সিনেমা, যার মাধ্যমে বাংলা সিনেমাকে বিশ্বদরবারে নতুন করে চেনা যাবে।

ময়ূরাক্ষী

প্রেম, প্রতারণা আর রাজনীতির বলয়ে আটকে যাওয়া জীবনের গল্পকে উপজীব্য করে গড়ে উঠেছে ‘‌ময়ূরাক্ষী’ চলচ্চিত্রের আখ্যান। যেখানে মোহ বনাম বাস্তবতার দারুণ এক মিশেল তুলে ধরেছেন চিত্রনাট্যকার গোলাম রাব্বানী। আর সিনেমায় তা ফুটিয়ে তুলছেন নির্মাতা রশিদ পলাশ।

একজন মাদরাসাপড়ুয়া ছেলের বখে যাওয়া, মোহগ্রস্ত হয়ে অন্ধকার জগতে জড়িয়ে পড়ার পর নানা উত্থান-পতনের ভেতর দিয়ে এগিয়েছে ময়ূরাক্ষীর গল্প।

ময়ূরাক্ষী সিনেমার পরিচালক রশিদ পলাশ বলেন, আমার গল্পের প্রতি নিজের বিশ্বাস আছে। খুব আত্মবিশ্বাসের সঙ্গে ছবিটা রিলিজ করতে যাচ্ছি। আমার কাছে সিনেমা মুক্তির এটাই উপযুক্ত সময় বলে মনে হয়েছে। ঈদ সবার জন্য উৎসব। আমি আমার সিনেমা নিয়ে সে উৎসবে শামিল হয়েছি। এ ধরনের গল্পের অনেক দর্শকের সাড়া মিলবে বলে আশা করছি।

ময়ূরাক্ষীর নায়িকা ইয়ামিন হক ববি বলেন, ময়ূরাক্ষী একেবারে ভিন্ন ধরনের সিনেমা। মানুষ ঈদে বিভিন্ন গল্পের সিনেমা দেখতে পছন্দ করে। আমার কাছে মনে হয়েছে ময়ূরাক্ষী ঈদে মুক্তি পাওয়ার মতো পরিপূর্ণ একটা সিনেমা।

ডার্ক ওয়ার্ল্ড

ঈদুল আজহায় মুক্তির দৌড়ে শামিল হলো মোস্তাফিজুর রহমান মানিকের সিনেমা ‘ডার্ক ওয়ার্ল্ড’। তিনি সাধারণত রোমান্টিক ও ড্রামাভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করেন। কিন্তু এ প্রথম তার কমফোর্ট জোনের বাইরে গিয়ে নির্মাণ করেছেন অ্যাকশন থ্রিলার সিনেমা ডার্ক ওয়ার্ল্ড। ক্রাইম থ্রিলার ঘরানার এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন নবাগত মুন্না খান ও কৌশানী মুখোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ফুটেজ ছড়িয়ে একটি চক্র প্রতারণা করে। তাদের নির্মূলের অভিযান নিয়েই সিনেমার গল্প। সিনেমাটি নিয়ে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ঈদে মুক্তিপ্রাপ্ত প্রতিটি সিনেমাই আমাদের সিনেমা। আমি কোনো সিনেমাকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। সব সিনেমার সাফল্য কামনা করি। ডার্ক ওয়ার্ল্ড একটি গল্পভিত্তিক সিনেমা। আশা করছি হলে দর্শক সিনেমাটি উপভোগ করবে।

রিভেঞ্জ

বর্তমানে ঢাকাই সিনেমায় ভালো অবস্থানে রয়েছেন শবনম বুবলী। বছরজুড়ে নানা কারণে আলোচিত থাকলেও দর্শকপ্রিয়তা পেয়েছে তার অভিনীত একাধিক সিনেমা। গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল ‘দেয়ালের দেশ’ ও ‘মায়া’ নামে দুটি সিনেমা। আসন্ন ঈদেও দুটি সিনেমা মুক্তির কথা থাকলেও মুক্তি পাবে রিভেঞ্জ। এ ছবিতে বুবলীর বিপরীতে রয়েছেন জিয়াউল রোশান।

রিভেঞ্জ সিনেমার পরিচালক ইকবাল বলেন, আমার কাছে এবারের ঈদকে রিভেঞ্জ মুক্তির একটা উপযুক্ত সময় মনে করি। কে কোন সিনেমা মুক্তি দিলো এটা আমাদের দেখার বিষয় না। রিভেঞ্জ চলবে রিভেঞ্জের গতিতে। আশা করি, আমার গান ট্রেলার দর্শকের পছন্দ হবে। রিভেঞ্জের মধ্য দিয়ে দর্শক সিনেমায় ফিরবে।

আগন্তুক

মুক্তির তালিকায় শেষ পর্যন্ত কোনো সিনেমাগুলো থাকছে, যখন এ আলোচনা, ঠিক সে মুহূর্তে আগন্তুক হয়ে ধরা দিল জাহিদ হাসান অভির আগন্তুক। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি ও শ্যামল মাওলা।

সিনেমার নির্মাতা জাহিদ হাসান অভি বলেন, ‘সিনেমাটি প্রথমে ভালোবাসা দিবসে মুক্তি দিতে চেয়েছিলাম; কিন্তু সে সময় শাকিব খানের ‘দরদ’ আসবে জেনে আর মুক্তি দিইনি। এবার আমাদের আরেক সিনেমা ‘জংলি’ মুক্তির কথা ছিল। শেষ করতে না পারায় রেডি থাকা আগন্তুক মুক্তি দিয়েছি। আশা করছি সিনেমাটি ভালো করবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়ার সেই তুফান সরকারের ১৩ বছর কারাদণ্ড
‘তুফান-২’ নিয়ে যে বার্তা দিলেন শাকিব খান
শাকিবের ‘তুফান’ নিয়ে দুঃসংবাদ
শাকিব-সিয়ামের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ