আলোচনায় ফারহানের নতুন নাটক, কাঁদছে দর্শক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইউটিউবে মুক্তি পেয়েছে মুশফিক আর ফারহানের নতুন নাটক ‘মাস্তান’। আর মুক্তির পর থেকেই নাটকটি দেখে দর্শকরা ভাসছেন আবেগে। ফেসবুক-ইউটিউবের মন্তব্যের ঘরে চলছে রীতিমত কান্নার রোল।
আব্রাহাম তামিমের গল্প, চিত্রনাট্য ও সংলাপে নাটকটি নির্মাণ করেছেন রুবেল আনুশ।
শনিবার (১৫ জুন) দুপুরে মুক্তি পাওয়া নাটকটি ইউটিউবে দেখেছেন রমজান হোসেন।
মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, মনের অজান্তে চোখ বেয়ে পানি পড়ছে কখন জানি না। আসলে আমাদের মতো মধ্যবিত্তদের ওই একটা পশুকে নিয়ে একরাশ স্বপ্ন থাকে, থাকে অফুরন্ত ভালোবাসা। কিন্তু আমরা তো মধ্যবিত্ত, অর্থের বিনিময়ে ভালোবাসা যে বিক্রয় করে দিতে হয়।
আলিম খান নামের আরেক দর্শক লিখেছেন, নাটকের শেষ ১০ মিনিট শুধু চোখ দিয়ে পানি বের হইছে। আসলে যারা গরু ভালোবাসে, তারাই বুঝবে এই নাটকের মহত্ব কতটা।
জান্নাত আক্তার লিখেছেন, নাটকটা খুবই সুন্দর ছিল। মন ছুঁয়ে গেলো এমন নাটক দেখে। কুরবানির সময় এরকম লাখ লাখ মানুষ কান্নায় ভেঙে পড়ে প্রিয় পশুর মায়ায়।
মুক্তির পর থেকে হু হু করে বাড়ছে নাটকটির ভিউ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১ দশমিক ৬ মিলিয়ন দর্শক নাটকটি দেখেছেন।
নাটকটি প্রসঙ্গে অভিনেতা ফারহান বলেন, এটা আমার জন্য গুড ওপেনিং বলা যেতে পারে। এই ঈদের প্রথম কাজটি প্রকাশ হলো। বেশ ভালো সাড়া পাচ্ছি। নাটকে আমি যেমন মাস্তানের জন্য কেঁদেছি, এখন দর্শকরা কাঁদছে আমাদের দুজনের জন্যই। প্রচুর টেক্সট ও ফোন পাচ্ছি। ধন্যবাদ জানাই নাটকের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে।
মুশফিক আর ফারহান ছাড়াও নাটকটিতে তানিয়া বৃষ্টি, মনিরা মিঠু, সমু চৌধুরী প্রমুখ অভিনয় করেছেন।
মন্তব্য করুন