• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

‘আমি ভালো আছি মা, তুমি দোয়া দিয়ে গেছো’

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৮ জুন ২০২৪, ১২:৩০
ছবি : সংগৃহীত

ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আর সেই ঈদ যদি উদযাপিত হয় বাবা-মায়ের সঙ্গে তাহলে তো কথাই নেই। তবে এবার মন ভালো নেই ঢাকাই চলচ্চিত্রের নায়ক আরিফিন শুভর। কারণ, তার ঈদ হয়েছে মাকে ছাড়া। এ নিয়ে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন এই তারকা।

সোমবার (১৭ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আরিফিন শুভ লিখেছেন, ‘গত তিন দিন ধরে হঠাৎ করেই প্রেসার লো হলো। ঈদের জন্য এখনও ডাক্তারের কাছে যাওয়া হয়নি। ডাক্তার বন্ধুরাই পরামর্শ দিচ্ছে কী করতে হবে। সব স্টাফদেরও ছুটি ঈদের কারণে।’

তিনি আরও লিখেছেন, ‘আমি ভাবছিলাম এই শরীর নিয়ে গাড়ি চালিয়ে মাকে একবার দেখে আসতে পারবো কি না। সকাল থেকে দুইবার কাপড় পরেও শরীর বেগতিক দেখে বের হয়নি। সন্ধ্যার আগে মনে হলো বুকের ভেতরটা কেমন করে উঠলো। ভাবলাম যা আছে কপালে। রাস্তায় বিপদে পড়লে গাড়ি সাইড করে বসে থাকবো। কিন্তু আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা ছাড়া মিরপুর গিয়ে মার সঙ্গে দেখা করে বাড়িও চলে এলাম।’

এই চিত্রনায়ক লিখেছেন, ‘মনে হলো সকাল থেকে মা একটু অভিমান করে ছিলো যে ঈদের দিন আসলি না তুই। এখন মনে হচ্ছে মা খুশি হয়েছে। আর বলছে, রাস্তায় সাবধানে দেখেশুনে যাবি। আর বলছে আমার সব শাড়িগুলোকে পাঞ্জাবি বানিয়ে ফেললি? আমি ভালো আছি মা, তুমি যে প্রাণ ভরে দোয়া দিয়ে গেছো।’

প্রসঙ্গত, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে চলতি বছরের ২৪ জানুয়ারি আরিফিন শুভর মা খাইরুন নাহারের (৭০) মৃত্যু হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ আবু সাঈদের পরিবারের 
রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
‘ছাত্র-জনতার বিপ্লবে অর্জিত পরিবর্তনকে কেউ যেন ব্যর্থ করতে না পারে’
খালেদা জিয়ার বিদেশযাত্রা নিয়ে মারুফ কামালের আবেগঘন স্ট্যাটাস