• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

গানই আমার সব: কনা 

আরটিভি নিউজ

  ১৮ জুন ২০২৪, ১৮:০৪
ছবি : আরটিভি

জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। সিনেমা, নাটক, অ্যালবাম, বিজ্ঞাপনের জিঙ্গেল থেকে শুরু করে রেডিও, টিভি আয়োজন সব মাধ্যমেই ভেসে বেড়াচ্ছে তার কণ্ঠ। সম্প্রতি আরটিভির ‘ঈদ কার্ণিভাল’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন তিনি। কথা বলেছেন ঈদ, কাজসহ নানা বিষয় নিয়ে।

অনুষ্ঠানে দিলশাদ নাহার কনা বলেন, আমার কাজই হচ্ছে গান করা। এর বাইরে আসলে আর কিছু করতে হয় বা করা যায়, এটা আমি জানিই না।

তিনি আরও বলেন, গানটাই আমার কাছে সব। তাই সেটা অডিও কিংবা সিনেমা যে মাধ্যমেই হোক। যদি সেটা ১০ সেকেন্ডের জিঙ্গেলও হয়, আমি সেম ডেডিকেশন দিয়ে কাজ করি।

এই কণ্ঠশিল্পী বলেন, আমি সৌভাগ্যবান এখনও গাইতে পারছি, মানুষ আমাকে শুনছে। সবার প্রতি কৃতজ্ঞতা।

ইমতু রাতিশের উপস্থাপনা ও দীপু হাজরার প্রযোজনায় অনুষ্ঠানটি ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টায় আরটিভিতে প্রচারিত হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপদেষ্টা হওয়ার প্রস্তাব পেলে যা করবেন সাদিয়া আয়মান
বড়দিনে আরটিভির বিশেষ নাটক ‘বউয়ের মন পুলিশ পুলিশ’
আরটিভিতে আজ (২৪ ডিসেম্বর) যা দেখবেন
আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান-ফারিনের ‘মনের মাঝে তুমি’