ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

দর্শক কাঁদাচ্ছে ফারহানের ‘যে পাখি ঘর বোঝে না’

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ , ০৪:০২ পিএম


loading/img
ছবি : আরটিভি

বাস্তব জীবনের গল্পগুলো পর্দায় জীবন্ত হয়ে ফুটে উঠলেই মানুষ আবেগতাড়িত হয়ে চোখের জল ফেলে। যেন নিজেদেরকে দেখতে পায় তারা। যে কথা কিংবা কষ্টগুলো প্রকাশ করতে পারে না, সেগুলো পর্দায় দেখে নিজেদের ইমোশন ধরে রাখতে পারেন না দর্শকরা। সম্প্রতি এমনই একটি গল্প ফুটে উঠেছে ‘যে পাখি ঘর বোঝে না’ নাটকে। 

বিজ্ঞাপন

প্রীতি দত্তের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও তানিয়া বৃষ্টি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাটকটি আরটিভিতে প্রচারের পাশাপাশি ইউটিউবেও মুক্তি পেয়েছে। আর মুক্তির পর থেকেই এটি দেখে আপ্লুত দর্শকরা।

আলোচিত নাটকটির গল্পে দেখা যায়, বর্ষা অনার্সে পড়ে। প্রবাসী নয়নের সঙ্গে বিয়ের দুই বছরের মাথায় কলেজ বন্ধু তুষারের প্রেমে পড়ে সে। যদিও আগ্রহ তুষারেরই বেশি ছিল। বর্ষাকে সারপ্রাইজ দিতে হুট করে বাড়িতে চলে আসে তুষার। একদিকে নয়নের ভালোবাসা আরেকদিকে তুষার। কারও ভালোবাসাকেই উপেক্ষা করতে পারে না বর্ষা।

বিজ্ঞাপন

নয়ন ১৫-২০ দিন দেশে থাকবে। তাই এই কয়েক দিন তুষারকে ফোন করা কিংবা দেখা করা থেকে বিরত খাকতে বলে বর্ষা। কিন্তু ভালোবাসার মানুষকে আরেকজনের সঙ্গে দেখতে দেখতে প্রায় পাগল হয়ে যেতে থাকে তুষার।   

এদিকে নাটকটির গল্পের পাশাপাশি অভিনেতা ফারহানের অভিনয়ের প্রশংসা করছে অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমের নানান গ্রুপে নাটকের বিভিন্ন সিনের স্ক্রিনশট নিয়ে তার অভিনয়ের মুগ্ধতার কথা জানাচ্ছেন দর্শকরা।

বিজ্ঞাপন

দর্শকদের ভালোবাসায় নিজেও মুগ্ধ ফারহান। তিনি বলেন, একটি কাজ তখনই সার্থক হয় যখন দর্শকরা ভালোবেসে গ্রহণ করে। আমি কৃতজ্ঞ আমার প্রিয় ভক্তদের কাছে যারা আমাকে সামনে এগিয়ে যেতে এবং আরো ভালো ভালো কাজ করতে উৎসাহ দিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ‘যে পাখি ঘর বোঝে না’ নাটকটিতে ফারহান-বৃষ্টি ছাড়াও অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অর্ণব অন্তু, নবকুমার দত্ত, রায়হান মল্লিক প্রমুখ অভিনয় করেছেন।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |