ঢাকাসোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

বুম্বা, জিৎ, দেব এরাই লাস্ট ব্যাচ স্কুলের: চিরঞ্জিত 

বিনোদন ডেস্ক, আরটিভি

শনিবার, ২৯ জুন ২০২৪ , ১১:২৫ এএম


loading/img
ছবি : সংগৃহীত

টালিউড অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। বর্তমানে ব্যস্ত রয়েছেন পরিচালক পারমিতা মুন্সির ‘হেমামালিনী’ সিনেমার কাজ নিয়ে। সম্প্রতি কাজসহ নানা বিষয় নিয়ে তিনি মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের। 

বিজ্ঞাপন

সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, আজকাল অনেকে কন্টেন্টের কথা বলেন। কিন্তু কন্টেন্ট দিয়ে তো আর ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখা যায় না। বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে প্রয়োজন স্টার। আমাদের সময় অনেক স্টার ছিল। এখন হাতে গোনা কয়েকজন। বুম্বা, জিৎ, দেব এরাই লাস্ট ব্যাচ স্কুলের।

বিজ্ঞাপন

চিরঞ্জিত আরও বলেন, স্টার না হলে সিনেমা হল ভরবে না। কারণ, স্টার দেখেই দর্শকরা সিনেমা দেখতে যান। 

প্রসঙ্গত, ‘দাবাড়ু’ সিনেমায় অভিনয় করে সম্প্রতি প্রশংসা কুড়িয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী। এতে তার পাশাপাশি অর্ঘ্য বসু রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দীপঙ্কর দে, কৌশিক সেন, শঙ্কর চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু প্রমুখ অভিনয় করেছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |