• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

যে কারণে ডিরেক্টরস গিল্ড থেকে রিয়াজুল রিজুর পদত্যাগ 

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৬ জুলাই ২০২৪, ০৮:৫৫
ছবি: সংগৃহীত

‘অসাংগঠনিক’ ও ‘শৃঙ্খলাবিরোধী’ কর্মকাণ্ডের অভিযোগ এনে টিভি নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড থেকে পদত্যাগ করেছেন ‘বাপজানের বায়োস্কোপ’ সিনেমার নির্মাতা রিয়াজুল রিজু।

রোববার (১৪ জুলাই) সংগঠনটির সভাপতি বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এর আগে গত ১০ জুলাই সংগঠনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে কেক কাটার সময় ‘অশ্লীল নাচ’ করতে দেখা গেছে কয়েকজনকে। এ ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়তে হয় সংগঠনটিকে।

এ ঘটনায় কোনো ব্যবস্থা না নেওয়ায় আইন ও কল্যাণবিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি নেন রিয়াজুল রিজু।

এ বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, এই সংগঠন আমাদের সকল নাট্যনির্মাতার প্রাণের সংগঠন। যদি ব্যক্তি কোনো পোস্টে থাকে, তবু আঙুলটা সংগঠনের দিকেই উঠবে এবং প্রশ্নবিদ্ধ হবে, এটাই স্বাভাবিক। যে বা যারা পোস্টে থাকে, তাদের কাজকর্মে আরও বেশি সংযত হওয়া উচিত।

রিয়াজুল রিজু আরও বলেন, ব্যক্তিগতভাবে কার সঙ্গে কে কীভাবে কখন পার্টি করলেন, সেটা দেখার বিষয় নয়। কিন্তু যখন সংগঠনের অনুষ্ঠান, তখন অনেক বেশি সচেতন থাকা উচিত। কারণ ৮০০ মেম্বারের দায়িত্ব দেওয়া হয়েছে আপনাকে, তাদের অধিকার বা সম্মান খর্ব করার জন্য নয়।

এই নির্মাতা বলেন, ওই ঘটনায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছিল। আমি সভাপতি ও সেক্রেটারিকে দুই এক দিনের মধ্যে একটি প্রেস রিলিজ দেওয়ার আহ্বান জানাই। কিন্তু তারা বিষয়টা কর্ণপাত করেননি। এ কারণে আমি পদত্যাগ করেছি।

এরপর সোমবার (১৫ জুলাই) রিয়াজুল রিজু নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন।

সেখানে তিনি লিখেছেন, ১৪ জুলাই ডিরেক্টরস গিল্ডের আইন ও কল্যাণবিষয়ক সম্পাদক পদ থেকে আমি পদত্যাগ করেছি। কার্যনির্বাহী কমিটির সঙ্গে এখন থেকে আমার আর কোনও সম্পৃক্ততা নেই। অতএব সাংবাদিক ভাইবোন এবং
ডিরেক্টরস গিল্ডের সন্মানীত সদস্যগণ সাংগঠনিক কোনও বিষয়ে আমাকে আর ফোন না করার জন্য অনুরোধ করছি।

এ ব্যাপারে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর বলেন, বিষয়টি আমি স্যোশাল মিডিয়ায় দেখেছি। এখনও দাপ্তরিকভাবে কোনো চিঠি পাইনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের পদত্যাগ দাবি
বিটিভির প্রিভিউ কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন আরশ
পদত্যাগ করলেন কানাডার অর্থমন্ত্রী, ট্রুডোকে ক্ষমতা ছাড়ার আহ্বান
হৃতিক রোশনের চাচার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ লগ্নজিতার