• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

জীবনের নতুন অধ্যায়ে সোহিনী

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৬ জুলাই ২০২৪, ১২:৩৬
ছবি: সংগৃহীত

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার প্রেম করছেন- এমন গুঞ্জন আর শোনা যাবে না। কারণ, সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার সেই প্রণয় এবার পেয়েছে পরিণতি। সোমবার (১৫ জুলাই) সাত পাকে বাঁধা পড়ে শুভ পরিণয় হয়েছে তাদের, এক হয়েছে চার হাত।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের তথ্যমতে, দক্ষিণ চব্বিশ পরগনার এক রাজবাড়িতে আইনিভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন শোভন-সোহিনী। এর আগে গত ১৪ জুলাই ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে সেখানে পৌঁছে যান তারা।

সোহিনী সরকার তার ফেসবুকে বেশ কিছু বিয়ের ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, দেখা হওয়ার এক বছরে, একই সাথে একই ঘরে।

অভিনেত্রীর এই পোস্টে ভক্ত-অনুরাগীরা তাকে শুভেচ্ছায় সিক্ত করেছেন।

সুজয় প্রসাদ চ্যাটার্জি নামে একজন লিখেছেন, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

সুহাসিনী শ্রাবন্তী লিখেছেন, অভিনন্দন দুই প্রিয় মানুষ।

পায়েল মণ্ডল লিখেছেন, কংগ্রাচুলেশনস। আর সাজটা দারুণ হয়েছে।

রিয়া সরকার নামের আরেক ভক্ত লিখেছেন, কংগ্রাচুলেশনস। নতুন জীবন অনেক অনেক সুখের হোক ।

প্রসঙ্গত, ধারাবাহিক নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করা সোহিনী সরকার ‘ফড়িং’ চলচ্চিত্রে অভিনয় করে আসেন আলোচনায়। পাশাপাশি এ অভিনেত্রী ওপেন টি বায়োস্কোপ, রাজকাহিনী, সিনেমাওয়ালা, ব্যোমকেশ পর্ব, বিবাহ ডায়েরিজ, দুর্গা সহায় প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করে ঠাঁই করে নিয়েছেন দর্শক হৃদয়ে। সম্প্রতি তার অভিনীত ‘অথৈ’ সিনেমাটি মুক্তি পেয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে রাজনীতিবিদ বিয়ে করতে চান ‘ভাইরাল কন্যা’ সিঁথি
ফের বিয়ের জন্য যেমন পাত্র খুঁজছেন ফারিয়া
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের মায়ের অনশন