কথা ছিল, ২০ জুলাই যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন অভিনেতা আনিসুর রহমান মিলন। কিন্তু দেশে উদ্ভূত পরিস্থিতির কারণে তা আর সম্ভব হয়নি। তবে তিনি মনে করেন, শিগগিরই সব ঠিক হয়ে যাবে। মানুষও ফিরবে স্বাভাবিক জীবনযাত্রায়।
এ প্রসঙ্গে অভিনেতা বলেন, হঠাৎ করে এমন অবস্থা হবে বুঝতে পারিনি। অনেক ফ্লাইট বাতিল হয়েছে। আমিও ঝুঁকি নিয়ে বিমানবন্দরে যাইনি।
মিলন আরও বলেন, আশা করছি, খুব শিগগিরই সব ঠিক হয়ে যাবে, আমিও যুক্তরাষ্ট্রে ফিরে যেতে পারব।
প্রসঙ্গত, সন্তানের পড়াশোনার কারণে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস অভিনেতা মিলনের। তবে প্রতিবছর জুনের ছুটিতে দেশে আসেন তিনি। সেই ধারাবাহিকতায় এবারও এসেছিলেন। আর এসেই এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এ অভিনেতা।