• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

আশা করছি শিগগিরই সব ঠিক হয়ে যাবে: মিলন

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৪ জুলাই ২০২৪, ১১:৩০
ছবি: সংগৃহীত

কথা ছিল, ২০ জুলাই যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন অভিনেতা আনিসুর রহমান মিলন। কিন্তু দেশে উদ্ভূত পরিস্থিতির কারণে তা আর সম্ভব হয়নি। তবে তিনি মনে করেন, শিগগিরই সব ঠিক হয়ে যাবে। মানুষও ফিরবে স্বাভাবিক জীবনযাত্রায়।

এ প্রসঙ্গে অভিনেতা বলেন, হঠাৎ করে এমন অবস্থা হবে বুঝতে পারিনি। অনেক ফ্লাইট বাতিল হয়েছে। আমিও ঝুঁকি নিয়ে বিমানবন্দরে যাইনি।

মিলন আরও বলেন, আশা করছি, খুব শিগগিরই সব ঠিক হয়ে যাবে, আমিও যুক্তরাষ্ট্রে ফিরে যেতে পারব।

প্রসঙ্গত, সন্তানের পড়াশোনার কারণে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস অভিনেতা মিলনের। তবে প্রতিবছর জুনের ছুটিতে দেশে আসেন তিনি। সেই ধারাবাহিকতায় এবারও এসেছিলেন। আর এসেই এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এ অভিনেতা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিম্নকক্ষে বিল পাসে শেষ মুহূর্তে ‘শাটডাউন’ এড়ালো যুক্তরাষ্ট্র
বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ, খোঁজখবর নেবে যুক্তরাষ্ট্র
গুমকাণ্ডে শেখ হাসিনার সম্পৃক্ততার প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সবসময় উদার: যুক্তরাষ্ট্র