ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

শাফিন আহমেদের শেষ শ্রদ্ধা আজাদ মসজিদে

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪ , ১১:০৪ এএম


loading/img
ছবি: সংগৃহীত

হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ সময় ২৫ জুলাই ভোর ৬টা ৫০ মিনিটে ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’, ‘ফিরে এলে না’, ‘আজ জন্মদিন তোমার’সহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা যান। এরপর যুক্তরাষ্ট্রে প্রথম জানাজা শেষে সোমবার (২৯ জুলাই) তার মরদেহ দেশে নিয়ে আসা হয়। সব ঠিক থাকলে আজ দ্বিতীয় জানাজার পর তাকে দাফন করা হবে। তবে তার আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শিল্পীকে কোথাও নেওয়া হবে না। 

বিজ্ঞাপন

জানা গেছে, দুপুর ১২টায় গুলশান আজাদ মসজিদে শাফিন আহমেদের মরদেহ নেওয়া হবে। সেখানেই অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। তবে তার আগে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশে মরদেহ কোথাও নেওয়া হবে না। কারণ, মৃত্যুর পর অনেকটা সময় পেরিয়ে গেছে। তাই স্বজনরা দ্রুত জানাজা শেষে তাকে দাফন করতে চান। 

এ বিষয়ে মাইলসের সদস্য মানাম আহমেদ বলেন, যারা শ্রদ্ধা নিবেদন করতে চান, তাদের আজাদ মসজিদেই আসতে হবে। সেখান থেকে আমরা সরাসরি লাশ নিয়ে যাব বনানী কবরস্থানে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ১৯৭৯ সালে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’ গঠিত হয়। এর কিছুদিন পর এতে যুক্ত হন শাফিন আহমেদ ও হামিন আহমেদ। এরপর বাংলাদেশের অসংখ্য শ্রোতানন্দিত গান উপহার দিয়েছেন তারা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |