ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

প্রকাশ্যে সাংবাদিককে হুমকি জন আব্রাহামের

বিনোদন ডেস্ক, আরটিভি

শনিবার, ০৩ আগস্ট ২০২৪ , ১০:৪৩ এএম


loading/img
জন আব্রাহাম

মাঝেমধ্যেই মেজাজ হারিয়ে নানান কাণ্ড ঘটিয়ে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও খবরের শিরোনামে প্রায়ই উঠে আসে সেসব গল্প। এবার মেজাজ হারিয়ে প্রকাশ্যে এক সাংবাদিককে হুমকি দিলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম।

বিজ্ঞাপন

বর্তমানে নতুন সিনেমা ‘বেদা’র প্রচারে ব্যস্ত জন। মূলত সিনোমর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে জনৈক সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারান তিনি। 

সাংবাদিকের উদ্দেশে অভিনেতা বলেন, সিনেমা না দেখে কীভাবে সিদ্ধান্ত নিচ্ছেন? আগে সিনেমা দেখুন, তারপর যা বলবেন, মেনে নেব। কিন্তু যদি আপনি ভুল হন, তা হলে কিন্তু আমি আপনাকে টুকরো টুকরো করে দেব।

বিজ্ঞাপন

যদিও সবটাই হাসিমুখে বলেন জন। তবে সাংবাদিকের সঙ্গে জনের বাকযুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। আসলে ওই সাংবাদিক জনের কাছে জানতে চান যে, অভিনেতা পরপর একই ধরনের সিনেমায় কেন অভিনয় করছেন। 

প্রসঙ্গত, গেল বছর ‘পাঠান’ সিনমোয় খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন জন। ‘বেদা’র ট্রেলারেও অ্যাকশন অবতারে দেখা যায় তাকে। মূলত এ কারণেই এমন প্রশ্ন করা হয় জনকে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |