ঢাকাবৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

ফের কলকাতার সিনেমায় ফারিণ

বিনোদন ডেস্ক, আরটিভি

শনিবার, ০৩ আগস্ট ২০২৪ , ০৬:২৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

তাসনিয়া ফারিণ। দেশের গণ্ডি পেরিয়ে প্রতিবেশী দেশ ভারতেও ছড়িয়েছেন অভিনয়ের দ্যুতি। নতুন খবর হলো, ‘আরও এক পৃথিবী’  সিনেমার পর আবারও কলকাতার সিনেমায় অভিনয় করবেন তিনি। নাম  ‘প্রতীক্ষা’।  এতে দেবের বিপরীতে এই অভিনেত্রীকে দেখা যাবে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে সিনেমার পরিচালক অভিজিৎ সেন বলেন, তাসনিয়াকে অতনু রায় চৌধুরীই নির্বাচন করেছেন। আমারও খুব ভালো লাগে তার অভিনয়। দেবের সঙ্গে জুটি হিসেবে আমরা নতুন কাউকে চাইছিলাম।

তিনি আরও বলেন, সিনেমার গল্প চূড়ান্ত। এখন চিত্রনাট্যের কাজ চলছে। চিত্রনাট্য লিখছেন শুভদীপ দাস। সব ঠিক থাকলে, নভেম্বর মাস থেকে সিনেমার শুটিং শুরু হবে। সিংহভাগ শুটিং হবে লন্ডনে। কলকাতাতেও হবে কিছু অংশের কাজ।

বিজ্ঞাপন

জানা গেছে, পারিবারিক সিনেমা ‘প্রতীক্ষা’। ‘প্রজাপতি’র পর এখানেও মিঠুন চক্রবর্তী এবং দেব একসঙ্গে কাজ করবেন। বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে তাদের। 

প্রসঙ্গত, দেব-অভিজিৎ সেন এবং অতনু রায় চৌধুরীর হিটের হ্যাট্রিক হয়েছে। এবার চতুর্থ সিনেমা তৈরির পথে তারা। ‘টনিক, ‘প্রজাপতি’, ‘প্রধান’-এর পর তাদের আগামী সিনেমা ‘প্রতীক্ষা’। আর এতেই অভিনয় করবেন ফারিণ। বিপরীতে থাকছেন দেব।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |