• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

আবু সাঈদকে নিয়ে শফিক তুহিনের গান

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১০ আগস্ট ২০২৪, ১৪:০৮
ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদকে নিয়ে গান তৈরি করলেন জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী শফিক তুহিন।

বুক চিতিয়ে নির্ভয়ে যে দাঁড়াতে পারে/ভয় দেখিয়ে আর লাভ কি বলো তারে? এমন কথার গানটি গাওয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন শফিক তুহিন নিজেই। সংগীতায়োজন করেছেন কিশোর দাস।

‘বিজয়ের গল্প’ শিরোনামের গানটি নিয়ে শফিক তুহিন বলেন, আবু সাঈদের এই যে নির্বাক ও নির্ভয়ের শহীদী মৃত্যু, সেই মৃত্যু সারা পৃথিবীর প্রতিটি মানুষকে নাড়িয়ে দিয়েছে। তার মৃত্যুর সূত্র ধরেই এই আন্দোলন দেশের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়েছে।

তিনি আরও বলেন, এই যে বিজয়, এই বিজয়ের প্রথম শহীদ বীরশ্রেষ্ঠ আবু সাঈদ আমাদেরকে নতুন একটা বাংলাদেশ উপহার দিয়েছেন। আমরা তার কাছে চিরঋণী।

সবশেষে এই গীতিকার-সুরকার-সংগীতশিল্পী বলেন, আবু সাঈদসহ এই সংগ্রামের প্রতিটি শহীদকে গানে গানে জানাই আমার শ্রদ্ধা ও সালাম।

গানটি বৃহস্পতিবার (৮ আগস্ট) শফিক তুহিনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবু সাঈদ মারা যায়নি, আছেন ফ্রান্সে: ফ্যাক্ট চেক যা বলছে
কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন
শহীদ আবু সাঈদের বাবাকে হেলিকপ্টারে আনা হলো ঢাকা সিএমএইচে
ববিতে শহীদ আবু সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন