• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

আবু সাঈদকে নিয়ে শফিক তুহিনের গান

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১০ আগস্ট ২০২৪, ১৪:০৮
ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদকে নিয়ে গান তৈরি করলেন জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী শফিক তুহিন।

বুক চিতিয়ে নির্ভয়ে যে দাঁড়াতে পারে/ভয় দেখিয়ে আর লাভ কি বলো তারে? এমন কথার গানটি গাওয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন শফিক তুহিন নিজেই। সংগীতায়োজন করেছেন কিশোর দাস।

‘বিজয়ের গল্প’ শিরোনামের গানটি নিয়ে শফিক তুহিন বলেন, আবু সাঈদের এই যে নির্বাক ও নির্ভয়ের শহীদী মৃত্যু, সেই মৃত্যু সারা পৃথিবীর প্রতিটি মানুষকে নাড়িয়ে দিয়েছে। তার মৃত্যুর সূত্র ধরেই এই আন্দোলন দেশের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়েছে।

তিনি আরও বলেন, এই যে বিজয়, এই বিজয়ের প্রথম শহীদ বীরশ্রেষ্ঠ আবু সাঈদ আমাদেরকে নতুন একটা বাংলাদেশ উপহার দিয়েছেন। আমরা তার কাছে চিরঋণী।

সবশেষে এই গীতিকার-সুরকার-সংগীতশিল্পী বলেন, আবু সাঈদসহ এই সংগ্রামের প্রতিটি শহীদকে গানে গানে জানাই আমার শ্রদ্ধা ও সালাম।

গানটি বৃহস্পতিবার (৮ আগস্ট) শফিক তুহিনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদ আবু সাঈদের নামে মাদরাসা প্রতিষ্ঠার ঘোষণা হেফাজতের
আবু সাঈদ হত্যা: হঠাৎ আলোচনায় বেরোবি শিক্ষকের ফেসবুক পোস্ট
‘আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত কেউ ছাড় পাবে না’
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্য ৪ দিনের রিমান্ডে