• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

গ্রেপ্তার জনপ্রিয় র‍্যাপার

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ আগস্ট ২০২৪, ১২:৩৩
সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন জনপ্রিয় র‍্যাপার ট্র্যাভিস স্কট। র‍্যাপ করার পাশাপাশি বিভিন্ন সময়ে ব্যক্তী জীবন নিয়ে আলোচনায় থাকেন তিনি। এবার তাকে গ্রেফতার করেছে ফ্রান্সের স্থানীয় পুলিশ। শুক্রবার (৯ আগস্ট) সকালে প্যারিসের একটি পাঁচ তারকা হোটেলের নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতির অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। ফরাসি প্রসিকিউটর রয়টার্সকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ প্রতিবেদন থেকে জানা যায় শুক্রবার সকালে পাঁচ তারকা হোটেল জর্জ ভি-এর নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি হয় ট্র্যাভিস ও তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর। এ বিষয়ে ফৌজদারি তদন্ত চলছে। একাধিক ফরাসি গণমাধ্যম জানিয়েছে, ঘটনার সময় মদ্যপ ছিলেন ৩৩ বছর বয়সি ট্র্যাভিস স্কট।

এর আগে গত জুন মাসে মদ্যপ অবস্থায় যুক্তরাষ্ট্রের মায়ামি বিচ মেরিনায় একটি ইয়টে ক্রুদের সঙ্গে বিবাদে জড়িয়ে গ্রেপ্তার হন ট্র্যাভিস। গ্রেপ্তারের পর এ গায়ককে মায়ামি কাউন্টি কারাগারে পাঠানো হয়েছিল। পরবর্তীতে জেল থেকে মুক্তি পান তিনি।

প্রসঙ্গত , বিশ্বের সবচেয়ে বড় হিপ-হপ অ্যাক্টের একজন ট্র্যাভিস। দশবার গ্র্যামি পুরস্কার মনোনীত হয়েছিলেন তিনি।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার
ধারালো অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তার
র‌্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা ডাকাতি, গ্রেপ্তার ৯
স্ত্রীর পরকীয়া প্রেমিককে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার