ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ঢাকায় ফিরেই আসিফকে বাসায় ডেকে নিলেন শফিক রেহমান

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪ , ০৩:২২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

দীর্ঘ ছয় বছর পর গত ১৮ আগস্ট দুপুরে দেশে ফিরেছেন প্রখ্যাত সাংবাদিক শফিক রেহমান। আর ফিরেই সংগীতশিল্পী আসিফ আকবরকে তিনি বাসায় ডেকে নেন।

বিজ্ঞাপন

তাদের সাক্ষাতের একটি ছবি সোমবার (১৯ আগস্ট) রাতে ফেসবুকে শেয়ার করেছেন শিল্পী আসিফ আকবর।

ক্যাপশনে লিখেছেন, শ্রদ্ধেয় শফিক রেহমান, খুশির খবর, বেগম খালেদা জিয়া জীবিত আছেন। তিনি স্বৈরাচারের পতন দেখতে পেরেছেন। 

বিজ্ঞাপন

আসিফ আরও লিখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা এতেই আনন্দিত। ভালোবাসা অবিরাম।

সাক্ষাৎকালে আসিফ আকবর নিজের আত্মজীবনী গ্রন্থ ‘আকবর ফিফটি নট আউট’ শফিক রেহমানের হাতে তুলে দেন।

বিজ্ঞাপন

ভক্ত-অনুরাগীরা আসিফের এই পোস্টে নানা ধরনের মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

মিঠুন রায় নামে একজন লিখেছেন, উনি আমার পছ‌ন্দের মানুষ, ওনার কথা আমার খুব ভাল লা‌গে।

মাসুম বিল্লাহ লিখেছেন, সবার মঙ্গল হোক।

ইশতিয়াক আহমেদ লিখেছেন, লাল গোলাপের শুভেচ্ছা।

আব্দুল জব্বার খান নামে আরেকজন লিখেছেন,  চিরসবুজ শফিক রেহমান ভাইকে আসিফের তুলনায় বেশি তরুণ দেখাচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |