• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

হাতে হাত রেখে বন্যা মোকাবিলা করব: আসিফ আকবর

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২১ আগস্ট ২০২৪, ১০:৩০
ছবি: সংগৃহীত

ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে অসংখ্য মানুষ। এমন পরিস্থিতিতে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর হাতে হাত রেখে বন্যা মোকাবিলার আহ্বান জানিয়েছেন।

বুধবার (২১ আগস্ট) এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বন্যা অ্যালার্ট। উজানের পানি স্বাগতম, পলি মাটি আমাদের। হাতে হাত রেখে ষড়যন্ত্রের বন্যা মোকাবিলা করব, ইনশাআল্লাহ।

ভক্ত-অনুরাগীরা আসিফের এই পোস্টে নানান মন্তব্য করেছেন।

শেখ মামুন নামে একজন লিখেছেন, ইনশাআল্লাহ। আল্লাহ সহায় হোক সর্বসময়ে আমাদের।

আহাদ সোহাইল লিখেছেন, আল্লাহ বাঁচাবে নিশ্চয়, লাভ ইউ বড় ভাইয়া।

মনির খান লিখেছেন, ইনশাআল্লাহ। এই দেশ আমাদের।

মোহাম্মদ সাহাবুদ্দিন শিহাব নামে আরেকজন লিখেছেন, আল্লাহতায়ালা এই ষড়যন্ত্রের বন্যা থেকে আমাদেরকে রক্ষা করুক। সব ষড়যন্ত্রকে রুখে দিতে হবে, ইনশাআল্লাহ।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে বেতার-বিটিভির প্রস্তাব ফেরালেন আসিফ আকবর
আমাকে দেশে থাকতে দেওয়ার জন্য রাষ্ট্রকে ধন্যবাদ: আসিফ
সুশীলরাই গত ষোলো বছর গণহত্যাকারীদের পৃষ্ঠপোষকতা করেছেন: আসিফ
বন্যার্তদের সহায়তায় ‘ফাউন্ডেশন’ গড়বেন আসিফ