• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

‘বড় ছেলে’ নাটকের ৭ বছরপূর্তি, যা বললেন মেহজাবীন

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩৪
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে ইতোমধ্যে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক। শুধু তাই নয়, ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে কেড়েছেন দর্শকদের নজর। নতুন খবর হলো, ৭ বছর আগে মুক্তি পাওয়া টেলিছবি ‘বড় ছেলে’ নিয়ে এখনও আপ্লুত এ অভিনেত্রী।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি ফেসবুকে লিখেছেন, ‘বড় ছেলে’র সাত বছর হয়ে গেল। আমি এখনও একই পরিমাণ ভালোবাসা পেয়ে যাচ্ছি। এই নাটকটি আমার ক্যারিয়ারের গ্রাফ বদলে দিয়েছে। আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

মেহজাবীন আরও লিখেছেন, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। সারা জীবনের এই সুন্দর উপহারের জন্য মিজানুর রহমান আরিয়ান ভাইয়ার কাছে চিরকৃতজ্ঞ।

ভক্ত-অনুরাগীরা মেহজাবীনের এই পোস্টে নানা ধরনের মন্তব্য করেছেন।

হানিফ উদ্দিন সরদার নামে একজন লিখেছেন, আমি এই নাটকটা দেখছিলাম, দেখতে দেখতে কখন জানি কান্না করে দিয়েছি।

মোহাম্মদ সাব্বির হোসেন লিখেছেন, আমার জীবনে নাটক দেখা শুরু হয়েছে ‘বড় ছেলে’ নাটকটা দেখে।

রতন লিখেছেন, এই নাটকটা খুবই ভালো লাগে আমার কাছে।

জাবেদ হোসেন নামে আরেকজন লিখেছেন, আসলে এই নাটকটা যত দেখি ততই দেখতে মন চায়।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর ‘বড় ছেলে’ টেলিছবিটি প্রকাশ পায়। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এ টেলিছবিতে অপূর্ব-মেহজাবীন ছাড়াও খালেকুজ্জামান, শেলী আহসান, গোলাম রাব্বানী মিন্টু, বাশার বাপ্পী , শান্তা রহমানসহ আরও অনেকে অভিনয় করেন।

সেই সময় প্রকাশের অল্প দিনের মধ্যেই দর্শক ভিউতে ইউটিউবে নতুন রেকর্ড তৈরি করেছিল ‘বড় ছেলে’। এরপর অপূর্ব ও মেহজাবীন জুটি বেঁধে ‘ব্যাচ নম্বর ২৭ পার্ট টু’, ‘ছায়াছবি’, যদি তুমি বলো’, ‘অবশেষে অন্য কিছু’, ‘প্রাণ প্রিয়’সহ অনেক কাজ করেছেন। কিন্তু পরের কোনো কাজই ‘বড় ছেলে’র জায়গা নিতে পারেনি দর্শকের কাছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘চোখের সামনে প্রিয়জনকে মরতে দেখা মানে নিজের একটা অংশ মরে যাওয়া’
প্রথম নাটকে কত পারিশ্রমিক পেয়েছিলেন মেহজাবীন
মেহজাবীনের ‘প্রিয় মালতী’ দেখে যা বললেন তারকারা
মেহজাবীনের ‘প্রিয় মালতী’ মুক্তি পাচ্ছে আজ