ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

কোথায় দেখবেন ‘ইনোসেন্ট লাভ’?

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭ , ০৬:১২ পিএম


loading/img

অপূর্ব রানা পরিচালিত ‘ইনোসেন্ট লাভ’ ছবিটি শুক্রবার, ২২ ডিসেম্বর সারাদেশের ৫৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। জাহিন চলচ্চিত্রের ব্যানারে ছবিটিতে অভিনয় করছেন সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, সুব্রত, আমির সিরাজী, কাবিলা, পরীমণি ও জেফ। ছবিটি প্রযোজনা করেছেন রমিজ উদ্দিন।

বিজ্ঞাপন

‘ইনোসেন্ট লাভ’ দেখা যাবে ঢাকার মধুমিতা, সনি, চিত্রামহল, আনন্দ, বিজিবি, মুক্তি, সেনা, গীত, রাজমনি, পুরবী, নিউ গুলশান, রানী মহল, ডেমরা সিনেমা হলে। এছাড়া টঙ্গীর চম্পাকলি, জয়দেবপুরের বর্ষা, কাঁচপুরের চাঁদ মহল, নারায়ণগঞ্জের নিউ মেট্রো,  শ্রীপুরের চন্দ্রিমা সিনেমা হলগুলোতে চলবে ছবিটি।

ঢাকার বাইরে যশোরের মনিহার, সিলেটের নন্দিতা, বিজিবি, রাজশাহীর উপহার, ময়মনসিংহের পুরবী, রংপুরের শাপলা, দিনাজপুরের মডার্ন, পাবনার বীণা, বরিশালের অভিরুচি, খুলনার শংখ, চিত্রালী, চট্টগ্রামের আলমাস, পাচদোনার ঝংকার, মুক্তারপুরের পান্না, শেরপুরের কাকলী, কুমিল্লার রুপালী, গ্যারিসন হলে দর্শক দেখতে পারবেন ছবিটি।  

বিজ্ঞাপন

এছাড়াও মানসী (কিশোরগঞ্জ), কেয়া (টাঙ্গাইল), হ্যাপী (লক্ষ্মীপুর), নবীন (মানিকগঞ্জ), পূর্বাশা (সান্তাহার), তামান্না (সৈয়দপুর), বনলতা (ফরিদপুর), মাধবী (মধুপুর), পাল্কী (চান্দিনা) দর্শন (ভৈরব), রাজিয়া (নাগরপুর)

ছন্দা (পটিয়া), রাজ (কুলিয়ারচর), মেহেরপুর (মেহেরপুর), রুনা (চালাকচর), সঙ্গীতা (সাতক্ষীরা), ছন্দা (কালীগঞ্জ), দিনান্ত (কেশরহাট), জনতা (জলঢাকা), লাইট হাউজ (পারুলিয়া), নসীব (সাপাহার), রাজু (ঈশ্বরদী), রংধনু (নজিপুর) সোনালী (ঘোড়াঘাট)।

এম/পিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |