ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

হঠাৎ কী হলো রণবীরের

বিনোদন ডেস্ক, আরটিভি

রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ , ১২:৩১ পিএম


loading/img
ছবি সংগৃহীত

রণবীর কাপুর বলিউডের সুদর্শন একজন অভিনেতা। অভিনয়ের পাশাপাশি তার চেহারার ওপরও দুর্বলতা রয়েছে ভক্তদের। বিশেষ করে নারীদের। এবার অভিনেতার সেই চেহারা নিয়েই উদ্বেগ প্রকাশ করছেন তার অনুরাগীরা।

বিজ্ঞাপন

হঠাৎ কী হলো রণবীরের? অভিনেতার সাম্প্রতিক চেহারায় দেখা গেল পরিবর্তন। আগের মতো রণবীরের চেহারায় সেই উজ্জ্বলতা নেই। অযত্নে ওঠা দাড়ি। এমনকি পোশাকেও আগের মতো ঢং নেই। রণবীরের এমন সুরত প্রকাশ্যে আসতেই চিন্তায় পড়ে যান তার ভক্তরা।

জানা গেছে, কয়েকদিন আগেই ফ্রান্সে গিয়েছিলেন রণবীর। সেখানেই অভিনেতার সঙ্গে ছবি তোলেন তার এক ভক্ত। সামাজকি যোগাযোগমাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়তেই রণবীরের অনুরাগীদের প্রশ্ন, ‘কী হয়েছে রণবীরের? তিনি কি অসুস্থ?’ 

বিজ্ঞাপন

নেটদুনিয়ায় এমন ছবি দেখে একজন মন্তব্য করেন, ‘রণবীরের মুখে বয়সের ছাপ পড়েছে। তার একই সময়ের অভিনেতাদের মধ্যে তাকে দেখতেই সবচেয়ে বয়স্ক লাগে।’ রণবীরের এক অনুরাগী হতাশার সঙ্গে লেখেন, ‘ওর মুখ থেকে সেই লাবন্যটাই চলে গেছে। কেন ওকে দেখতে এত বয়স্ক ও অসুস্থ লাগছে?’ এদিকে অনেকের ধারণা, নতুন কোনো চরিত্রের জন্য হয়তো নিজের ওজন কমিয়েছেন রণবীর।

প্রসঙ্গত, সর্বশেষ সন্দীপ রেড্ডির ‘অ্যানিমেল’ সিনেমায় দেখা গেছে রণবীরকে। সিনেমাটি বিভিন্ন সমালোচনার মুখে পড়লেও প্রশংসা কুড়িয়েছে তার অভিনয়। বর্তমানে ‘রামায়ণ’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। এ ছাড়া সঞ্জয়লীলা ভানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’রয়েছে রণবীরের হাতে। এতে তিনি ছাড়াও অভিনয় করেছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল।

আরটিভি/এইচএসকে/এআর
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |