ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

স্থগিত ‘জাল’ ব্যান্ডের কনসার্ট

আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ , ০৩:৫৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার পূর্বাচল ৩০০ ফুট এক্সপ্রেসওয়ের পাশে ঢাকা এরিনায় এই ব্যান্ড দলটির কনসার্ট হওয়ার কথা ছিল। আর সেই আগ্রহে অপেক্ষার প্রহর গুনছিলেন ভক্তরা। হুট করেই সব আশায় গুড়ে বালি। ভারি বৃষ্টির কারণে স্থগিত করা হয়েছে “লিজেন্ডস অব দ্য ডিকেড” কনসার্টটি। 

বিজ্ঞাপন

এই কনসার্টে গাইতে বুধবার (২৫ সেটেম্বর)  রাতে ঢাকায় পৌঁছায় পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’ । কনসার্টে অংশ নেয়ার কথা ছিল ঢাকার তিন ব্যান্ড ’অর্থহীন’, ’ভাইকিংস’ ও ’কনক্লুশন’-এরও। কিন্তু শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, ভারি বৃষ্টির কারণে কনসার্টটি স্থগিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বৃষ্টির কারণে শিল্পী, দর্শকসহ সবার নিরাপত্তার কথা ভেবেই কনসার্টটি স্থগিত করা হয়েছে। আজ (শুক্রবার) সন্ধ্যায় ঢাকার এক পাঁচতারকা হোটেলে সংবাদ সম্মেলনে কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

শেষ মুহূর্তে কনসার্ট স্থগিতের ঘোষণা দেয়ায় আয়োজকদের পক্ষ থেকে দুঃখ প্রকাশও করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |