ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

শুটিংয়ে আহত ইমরান হাশমি

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪ , ০৩:৩২ পিএম


loading/img
ইমরান হাশমি

শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। বর্তমানে ‘ঘোড়চড়ি টু’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। আর এই সিনেমার শুটিং করতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েন ইমরান। 

বিজ্ঞাপন

জানা গেছে, গলায় আঘাত পেয়েছেন অভিনেতা। আহত হওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতালে নেওয়া হয় ইমরানকে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর এরই মধ্যে ছেড়েও দেওয়া হয়েছে তাকে।  

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, হায়দরাবাদে সিনেমাটির শুটিং চলছিল। সেখানে অ্যাকশন দৃশ্যে উঁচু থেকে লাফিয়ে পড়ার একটি দৃশ্য ছিল। মূলত সেই দৃশ্যের শুটিং করতে গিয়েই আহত হন এই অভিনেতা। 

বিজ্ঞাপন

সবশেষ ‘টাইগার থ্রি’সিনেমায় দেখা যায় ইমরানকে। সালমান-ক্যাটরিনা অভিনীত এই সিনেমায় খল-চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি।  এরপরই ‘ঘোড়চড়ি টু’র শুটিং শুরু করেন ইমরান।

প্রসঙ্গত, ২০০৩ সালে ‘ফুটপাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন ইমরান। তবে বক্সঅফিসে খুব একটা সাড়া ফেলেনি সিনেমাটি। পরের বছর অভিনেত্রী মল্লিকা শেরওয়াতের সঙ্গে জুটি বাঁধেন ‘মার্ডার’ সিনেমায়। ২০০৪ সালে মুক্তির পর বক্স অফিসে তুমুল আলোড়ন সৃষ্টি করে এটি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি ইমরানকে। 


আরটিভি/এইচএসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |