ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

প্রকাশ্যে ‘খোদা হাফেজ’ সিনেমার টিজার, মুক্তি ঈদে

আরটিভি নিউজ

বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ , ০৫:৪৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের এখনও অনেক বাকি। এরই মধ্যে সংশ্লিষ্টরা ঈদে ছবি মুক্তি দেওয়ার প্রস্তুতি শুরু করেছেন। যার অংশ হিসেবে সম্প্রতি ‘খোদা হাফেজ’ সিনেমার টিজার প্রকাশ হয়েছে। অনিক বিশ্বাস পরিচালিত এ ছবির মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হচ্ছে নতুন নায়ক ম্যাক দিদারের। তার বিপরীতে অভিনয় করেছেন নিপা রিয়েলি। আসছে ঈদে সিনেমাটি মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

পরিচালক অনিক বিশ্বাস বলেন, ‘ঈদ উৎসবে দেশীয় সিনেমা নিয়ে দর্শকের মধ্যে বাড়তি আগ্রহ থাকে। রেগুলার দর্শকের বাইরেও অনেক নতুন দর্শকেরও আগমন হয়। পারিবারিক এবং সামাজিক প্রেক্ষাপট নিয়ে তৈরি আমার এই সিনেমা মুক্তির জন্য ঈদই উত্তম সময় হতে পারে।

দিদার বলেন, ‘খোদা হাফেজ’ পুরোপুরি মৌলিক গল্পে নির্মিত হয়েছে। ছবির টিজারে বেশ সাড়া পাচ্ছি। আশা করছি সিনেমাটি দর্শকের পছন্দ হবে। এতে আমি সিক্স প্যাক নিয়ে আসছি। এজন্য ফাইট শিখতে, বডি ট্রান্সফর্ম করতে অনেক সময় দিতে হয়েছে।

বিজ্ঞাপন

সিনেমায় আরও রয়েছেন সাঞ্জু জন, আমান রেজা, এস এন জনি, অর্পিতা, এল আর খান সীমান্ত, যুবরাজ প্রমুখ।

আরটিভি /এএ/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |