• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

‘ডোরেমন’র ভয়েস আর্টিস্ট নোবুয়া ওইয়ামা আর নেই

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১২ অক্টোবর ২০২৪, ১২:৪১

জাপানের জনপ্রিয় কার্টুন সিরিজ ‘ডোরেমন’র কথা কে না জানে? পৃথিবীজুড়ে এখনো বাচ্চাদের প্রিয় কার্টুনের তালিকায় রয়েছে ডোরেমন।

শুক্রবার (১১ অক্টোবর) এই জনপ্রিয় কার্টুন চরিত্র রোবট বিড়াল ডোরেমনের বাচিকশিল্পী নোবুয়ো ওইয়ামা (৯০) মারা গেছেন। ২০০৫ সাল পর্যন্ত প্রায় ২৫ বছর ওইয়ামা নীল রঙের বিড়াল ডোরেমনের কণ্ঠ দিয়েছেন।

২২ শতকের কাল্পনিক ভবিষ্যৎ থেকে আসা এই বিড়ালের একটি ‘জাদুর পকেট’ আছে, যেখান থেকে সে সব ধরনের অত্যাধুনিক গ্যাজেট বের করে আনতে পারে। তার সুপরিচিত গ্যাজেটের মধ্যে একটি ছিল পৃথিবীর যেকোনো জায়গায় ভ্রমণ করার জন্য বিশেষ দরজা।

ওইয়ামার ট্যালেন্ট এজেন্সি এএফপিকে জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে তিনি প্রাণ হারান। তার শেষকৃত্যে ঘনিষ্ঠ আত্মীয়রা যোগ দেন।

এদিকে ওইয়ামা কণ্ঠ দেওয়া থেকে অবসর নেওয়ার পর অন্যান্য শিল্পীরা তার মতো করেই কণ্ঠ দিয়ে আসছেন বলে জানা গেছে।

ডোরেমন কার্টুনে একটি আদুরে রোবট বিড়াল অতীতে এসে একটি অলস স্কুলবালককে সাহায্য করে। নোবিতা নামের এক মিথ্যাবাদী ছেলেকে দৈনন্দিন জীবনের নানা বিপদ থেকে রক্ষা করে তার বিশ্বস্ত বিড়াল ডোরেমন।

প্রসঙ্গত, ১৯৬৯ সালে প্রথমবারের মতো ম্যাঙ্গা স্ক্রিপ্ট হিসেবে ডোরেমনের জন্ম হয়। পরবর্তী কয়েক দশকে এটি ছোট ও বড় পর্দার চরিত্রে রূপান্তরিত হয়।

আরটিভি/এএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিনজা-ডোরেমনের ডাবিং আর্টিস্ট জুনকো হরি আর নেই
মিস ইউনিভার্সে বাংলাদেশের হয়ে লড়বেন আনিকা আলম
বয়কট হওয়ার কারণ জানালেন স্পর্শিয়া
৯০ দশকের শৈশবে ফেরালেন অপু