ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

পোশাক বিতর্কের মাঝেই ভোট চাইলেন জেসিয়া

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ , ০৬:২৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী জেসিয়া ইসলাম। ক্যারিয়ারের শুরু থেকে নানা কারণে আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন। তবে সবকিছুকে পিছনে ফেলে সম্প্রতি আন্তর্জাতিক একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এজন্য সবার কাছে ভোট চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে রীতিমতো বিপাকে পড়েছেন তিনি। কারণ, স্বল্প বসনে জেসিয়াকে দেখে রীতিমতো তুলোধুনো করছেন নেটিজেনরা। 

বিজ্ঞাপন

১৪ অক্টোবর মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয় জেসিয়াসহ বিশ্বের ৭০ জন প্রতিযোগীর টু-পিস পরিহিত ছবি। যেখান থেকে সেরা ২০ জনকে বাছাই করা হবে দর্শক ভোটে। এজন্য ভোট চেয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করেন। মূলত এরপর থেকেই তার পোশাক নিয়ে সমালোচনা শুরু হয়। অবশ্য, তার পক্ষেও কম লোক দাঁড়ায়নি। এমনকি, পিয়া জান্নাতুলসহ অনেক তারকা জেসিয়ার এই সাহসী অংশগ্রহণে পাশে দাঁড়িয়েছেন, চেয়েছেন ভোট।

বিজ্ঞাপন

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন জেসিয়া ইসলাম। তারপর নানা ঘটনায় অনেকবারই আলোচনায় এসেছেন তিনি। এরমধ্যে প্রেম-বিচ্ছেদ, অভিনয়-মডেলিং সবই করেছেন সমান তালে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |