• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

নিষিদ্ধ হলো অনন্য মামুনের ‘মেকআপ’, মুখ খুললেন নির্মাতা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৮ অক্টোবর ২০২৪, ১৫:৪৪
ছবি: সংগৃহীত

শোবিজের জনপ্রিয় নির্মাতা অনন্য মামুন। তার অল্প সময়ের নির্মাণ ক্যারিয়ারে ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমা বানিয়ে দর্শকের নজর কেড়েছেন তিনি। তিন বছর আগে ‘মেকআপ’ নামের একটি নির্মাণ করেন মামুন। কিন্ত সিনেমাটি বানানোর পর থেকেই নানান জটিলতায় পড়ে এটি।

এবার নতুন করে ‘মেকআপ’ নিয়ে বিপত্তিতে পড়েছেন নির্মাতা। কারণ সিনেমাটিকে প্রদর্শনী অযোগ্য বলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ‘মেকআপ’র প্রদর্শনীতেও নিষেধাজ্ঞা দিয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।

রোববার (২৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের (চলচ্চিত্র-১ শাখা) প্রজ্ঞাপনে দেখা যায়, সিনেমাটির প্রযোজক আজমাত রহমান বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন ২০২৩-এর ১২(১) উপধারা লঙ্ঘন করে আপিল আবেদন করায় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আপিল কমিটি কর্তৃক এটি নাকচ করা হয়েছে। ফলে এখন থেকে ‘মেকআপ’ সিনেমাটি সার্টিফিকেটবিহীন চলচ্চিত্র হওয়ায় সারাদেশে এর প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়াও চলচ্চিত্রটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করা সহ দোষীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে।

এর আগে, ২০২১ সালে সিনেমাটির প্রদর্শনী নিষিদ্ধ করেছিল চলচ্চিত্র সেন্সর বোর্ড। মূলত সিনেমাটিতে বিনোদন অঙ্গনের মানুষদের বাজেভাবে উপস্থাপন করার অভিযোগ তুলে তিন বছর আগে নিষিদ্ধ ঘোষণা করা হয় এটি।

অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মামুন। বর্তমানে ভারতের মুম্বাইয়ে অবস্থান করছেন তিনি। সেখান থেকেই সিনেমাটির প্রদর্শনী বন্ধ প্রসঙ্গে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এই নির্মাতা।

পাঠকদের জন্য মামুনের পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

‘মেকআপ নিয়ে ভুল তথ্য বা ব্যাখ্যা করবেন না। সেন্সর বোর্ড অনুমতি না দেওয়ায় আপিল বিভাগ দেখে সিনেমাটি বাতিল করে। যতক্ষণ পর্যন্ত আপিল বিভাগ বাতিল না করে ততক্ষণ পর্যন্ত নতুন করে রিভাইসড ভার্সন জমা করার নিয়ম নেই। এখন ‘মেকআপ’ সিনেমাটি নতুন করে সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হবে। আশা করি সার্টিফিকেশন বোর্ড সারা দেশে প্রদর্শন অনুমতি দেবে। গত সরকারে সময় কিছু সেন্সরবোর্ড সদস্য ইচ্ছা করে চলচ্চিত্র বাতিল করে ছিল। ’

প্রসঙ্গত, চিত্র জগতের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মেকআপ’। সিনেমার মূল ভূমিকায় অভিনয় করেছেন তারিক আনাম খান, রোশান ও নিপা আহমেদ রিয়েলি। এ ছাড়া আরও রয়েছেন পায়েল মুখার্জী ও বিশ্বজিৎ মুখার্জী।


আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে মুক্তির অনুমতি পেল নিষিদ্ধঘোষিত সেই সিনেমা
নির্মাতা অনন্য মামুন গালি ডিজার্ভ করে: শাকিব খান
মৃত মানুষকে আবার জেলে ভরে দিলো: অনন্য মামুন
ফের যে কারণে প্রদর্শনী নিষিদ্ধ হলো ‘মেকআপ’ সিনেমার