কাজলের সঙ্গে গোপন সম্পর্ক, মুখ খুললেন শাহরুখ

বিনোদন ডেস্ক, আরটিভি

সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ , ০৬:২২ পিএম


সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউডের বিখ্যাত জুটি শাহরুখ খান ও কাজল। নব্বই দশকে বেশ কিছু সিনেমায় একসঙ্গে কাজ করে দর্শকদের মন ছুঁয়ে যান এই জুটি। ‘রাজ-সিমরন’ থেকে ‘রাহুল-অঞ্জলি’ চরিত্রগুলো এখনও দর্শকের মনে জায়গা দখল করে আছে।

বিজ্ঞাপন

ভক্তরা শাহরুখ-কাজল জুটিকে দেখতে সর্বদা মুখিয়ে থাকেন। তবে গুঞ্জন উঠেছিল পর্দা পেছনেও জমে উঠেছিল তাদের রসায়ন। এই জুটিকে ভক্তদের উন্মাদনা মাত্রা ছাড়িয়েছিল। বিরক্ত হয়েছিলেন অজয়। বিষয়টি ঘিরে কিং খানের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তার। দর্শকরাও চাইছিলেন কাজলের সঙ্গে বিচ্ছেদ ঘটান অজয়। 

বিজ্ঞাপন

এদিকে বলিউডে শোনা যায়, শাহরুখ-কাজল জুটি নাকি ভেঙে দিয়েছিলেন অভিনেত্রীর স্বামী অভিনেতা অজয় দেবগন। শাহরুখের সঙ্গে কাজলের জুটি হয়ে কাজ করা পছন্দ করতেন না তিনি। তখন একটি সিনেমার প্রস্তাব গ্রহণের কথা ভাবছিলেন শাহরুখ-কাজল। সে কারণে অজয়ের কাছে অনুমতি চাইতে গেলে শাহরুখকে খালি হাতেই ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

এ প্রসঙ্গে অজয় জানিয়েছিলেন, দর্শকরা শাহরুখ-কাজলকে একসঙ্গে দেখতে পছন্দ করেন। কিন্তু কোথাও গিয়ে সেটা মানতে পারছিলেন না তিনি। এমনকি অজয়-কাজলের বিবাহবিচ্ছেদ চেয়ে ভক্তরা নাকি ই-মেইলও করেন তাকে। ফলে বিতর্ক থেকে সেই মুহূর্তে নিজেকে সরিয়ে রাখতে চেয়েছিলেন অজয়।

বিজ্ঞাপন

এদিকে শাহরুখ জানান, সাধারণ মানুষ অনেক সময় অনেক কিছু বলেন, কিন্তু সেটি কখনও পেশাগত জীবনে প্রভাব ফেলতে দেওয়া যাবে না। অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টাতে থাকে। ফলে তার ও অজয়ের মধ্যে যে অস্বস্তি তৈরি হয়েছিল, সেটি আস্তে আস্তে মিটে যায়। কাজল দুজনের সঙ্গে কাজ করতে থাকেন। তৈরি হয় ‘দিলওয়ালে’।  

ছবিটি দর্শক মনে ঝড় তুলেছিল। শাহরুখ কাজলের রোম্যান্স থেকে শুরু করে অ্যাকশন, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন। আজও সকলে মুখিয়ে রয়েছেন, কবে আবারও পর্দায় ফিরতে চলেছেন এই জুটি। 

শাহরুখ-কাজল জুটির সফল সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। অনুরাগীরা ভালোবেসে নাম দিয়েছেন ‘ডিডিএলজে’। এই জুটির আরও অনেক সফল চলচ্চিত্র রয়েছে।

আরটিভি/এএ-টি  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission