ঢাকামঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

‘গান গাইতে গিয়ে তার কথা অনেক মনে পড়ছিল’

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ , ০৬:৪৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী দুই বছর বিরতির পর ফের সিনেমার জন্য গাইলেন। ‘অন্তর্বর্তী’ শিরোনামের সিনেমাটিতে শোনা যাবে তার নতুন এ গানটি। রাহুল কুমার দত্তের সুরে এর সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। ‘তুমি গেও গান অন্য কারও সুরে’ কথার গানটি লিখেছেন সিনেমার নির্মাতা এস এম কাইয়ুম। 

বিজ্ঞাপন

‘অন্তর্বর্তী’ সিনেমাটির দৃশ্যধারণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এতে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল।

ফাহমিদা নবী সিনেমার গানটি গাইতে গিয়ে আহমেদ রুবেলের কথা মনে করে স্মৃতিকাতর হয়ে পড়েন। ভেজা চোখে বলেন, ‘আহমেদ রুবেল আমার প্রিয় অভিনেতা ছিলেন। গানটি গাইতে গিয়ে এ কথা যখন জানলাম, তখন আমার মন বিষণ্নতায় ভরে গেছে। দারুণ একজন অভিনেতা ছিলেন। সিনেমাটিতে রুবেলের কিছু ডাবিংয়ের কাজ বাকি ছিল। সেগুলো করে যেতে পারেননি।’

বিজ্ঞাপন

গানটি সম্পর্কে ফাহমিদা নবী আরও বলেন, ‘অনেক দিন বিরতির পর সিনেমার গান গাইলাম। প্রায় ২ বছর পর। সিনেমার গান গাওয়ার ব্যাপারটাই অন্যরকম। এতে অভিনয় থাকে। সেই অভিনয় কণ্ঠে ধারণ করেই কাঁদতে আবার কখনও হাসতে হয়। ‘অন্তর্বর্তী’ সিনেমার এ গানটি সবার ভালো লাগবে আশা করছি।’

আরটিভি /এএ/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |