ঢাকাবৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

যে কারণে মৌসুমীর জন্মদিনে পাশে নেই ওমর সানী

বিনোদন ডেস্ক, আরটিভি

রোববার, ০৩ নভেম্বর ২০২৪ , ০১:২৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

‘প্রিয়দর্শিনী’ খ্যাত চিত্রনায়িকা আরিফা জামান মৌসুমীর ৫১তম জন্মদিন আজ (৩ নভেম্বর)। বয়স যেন কোনোভাবেই ছুঁতে পারছে না তাকে। তা শুধু সংখ্যাতেই আটকে আছে। এই বয়সে এসেও  রূপের দ্যুতি ছড়াচ্ছেন মৌসুমী। ব্যক্তিগত জীবনে ১৯৯৬ সালের ২ আগস্ট চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ঢালিউডের সবচেয়ে সুখী ও স্টাইলিশ তারকা দম্পতি বলা হয় মৌসুমী-সানীকে। 

বিজ্ঞাপন

বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন মৌসুমী। এবারও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেই জন্মদিন উদযাপন করবেন তিনি। তবে চলতি বছর দিনটি উপলক্ষে বিশেষ কোনো আয়োজন নেই তার। কিন্তু প্রিয়তমা সেই স্ত্রীর জন্মদিনেই পাশে নেই ওমর সানী।  

বিজ্ঞাপন

মৌসুমীর জন্মদিন উপলক্ষে গণমাধ্যমে চিত্রনায়ক বলেন, কাজ শেষ করে খুব শিগগরই দেশে ফিরবেন মৌসুমী। জন্মদিনে তাকে পাশে না পেয়ে আমারও ভীষণ খারাপ লাগছে। কিন্তু কিছু করার নেই, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় সব মেনে নিতে হবে।

ঘনিষ্ঠ সূত্র হতে জানা গেছে, গেল বছরের অক্টোবরে সেখানে যাওয়ার পর আর দেশে ফেরা হয়নি মৌসুমীর। আপাতত দেশে ফিরবেন না বলেও জানান এই চিত্রনায়িকা। মূলত স্থায়ী আবাসন গড়ার লক্ষে দেশটিতে অবস্থান করছেন মৌসুমী। সেখানে গিয়ে গ্রিনকার্ডের জন্য আবেদন করেছেন তিনি। 

বিজ্ঞাপন

অন্যদিকে জন্মদিন প্রসঙ্গে গণমাধ্যমকে মৌসুমী বলেন, ‘জন্মদিন নিয়ে এবার বিশেষ কোনো পরিকল্পনা নেই। আমার একমাত্র কন্যা ফাইজার খুব ইচ্ছা আমি যেন ঘরে থেকে শুধু তাকেই সময় দেই। তাই মেয়েকেই সময় দেবো। যদি সময় সুযোগ হয় তাহলে আশপাশেই ফাইজাকে নিয়ে একটু ঘুরতে বের হবো। 

তিনি আরও বলেন, বাসায় নিজের হাতেই রান্না করব, একটা কেকও বানাবো আমি। তবে সানী (স্বামী) এবং ফারদিনকে (ছেলে) ভীষণ মিস করবো। তারা সঙ্গে থাকলে হয়তো সময়টা আরও বেশি ভালো লাগার, আনন্দের হয়ে উঠত। ভক্ত-দর্শকসহ দেশবাসীর কাছে আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া চাই। 

 

আরটিভি/এইচএসকে
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |