• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

ট্রাম্প-কমলার ভোটের লড়াই, কার পক্ষে হলিউডের কোন তারকা?

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৫ নভেম্বর ২০২৪, ১৭:৩৫
সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শুরু হতে আর মাত্র কয়েক প্রহরের অপেক্ষা। ইতোমধ্যে প্রচারণাভিযান শেষ করেছেন প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। জনমত জরিপগুলো বলছে, মার্কিন ইতিহাসের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে এবার।

এদিকে দুই নেতার মধ্যে চলছে ব্যাপক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাঝে অনেক তারকা তাদের পছন্দের প্রার্থীকে সমর্থন জানিয়ে অবস্থান স্পষ্ট করেছেন।

হলিউডের সুপরিচিত গায়িকা টেলর সুইফট কমলা হ্যারিসের সমর্থনে এগিয়ে এসেছেন। টেলর হ্যারিসকে জানিয়েছেন যে, যদি তিনি সেপ্টেম্বরে নির্বাচনে দাঁড়ান, তবে তিনি তাকে ভোট দেবেন।

টেলরের মতোই, বিখ্যাত গায়িকা এবং গীতিকার বিয়ন্সেও কমলা হ্যারিসকে সমর্থন করছেন। সম্প্রতি, বিয়ন্সে কমলা হ্যারিসের সঙ্গে একটি ভিডিও শেয়ার করে তার সমর্থন জানান। গায়িকা বিলি এইলিশও হ্যারিসকে সমর্থন জানিয়েছেন।

এ ছাড়া ব্রুস স্প্রিংস্টিন, যিনি ‘দ্য বস’ নামে পরিচিত, ২৮ অক্টোবর ফিলাডেলফিয়ায় কমলা হ্যারিসের সমাবেশে পারফর্ম করে হ্যারিসের প্রতি তার সমর্থন প্রকাশ করেছেন। তিনি তার ১৯৭৮ সালের জনপ্রিয় গান ‘দ্য প্রমিজড ল্যান্ড’ গেয়েছেন, যা হ্যারিসের প্রচারণার মূল বার্তাকে নির্দেশ করে।

এ ছাড়াও জুলিয়া রবার্টস, অপেরা ওইনফ্রে, জেনিফার অ্যানিস্টন ও লিওনার্দো ডিক্যাপ্রিওর মতো বৈশ্বিক তারকা হ্যারিসের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেছেন। রাজনীতির এই মাঠে প্রবীণ অভিনেত্রী জেনিফার লোপেজও কমলা হ্যারিসকে সমর্থন করছেন। তিন দিন আগে লোপেজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে তিনি হ্যারিসের সমাবেশে যোগদান করেছেন।

অন্যদিকে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করার জন্য উঠে এসেছে জেসন অ্যাল্ডিয়ানের নাম। তিনি গত মাসে জর্জিয়ায় একটি সমাবেশে ট্রাম্পের প্রতি তার সমর্থন প্রদর্শন করেন। এ ছাড়া সাবেক রিয়েলিটি টিভি তারকা অ্যাম্বার রোজও ট্রাম্পের পক্ষাবলম্বন করেছেন এবং তিনি মিলওয়াকিতে ২০২৪ সালের রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে যোগ দিয়েছিলেন।

র‌্যাপার ওয়াকা ফ্লোকা ফ্লেম, মিউজিশিয়ান কিড রক এবং অভিনেতা জাচারি লেভি ট্রাম্পকে সমর্থন করছেন। সমর্থন করেছেন কিম কার্দাশিয়ান, কেনি ওয়েষ্ট, জন ভয়েটের মতো বিনোদন জগতের তারকারা। পাশাপাশি বিখ্যাত কুস্তিগীর হাল্ক হোগান এবং ব্যবসায়ী ইলন মাস্কও ট্রাম্পকে প্রেসিডেন্ট করার পক্ষে অবস্থান নিয়েছেন।

এই তারকাদের সমর্থন জনগণের কাছে কতটা প্রভাব বিস্তার করবে তা আজ নির্বাচনের মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে। তারকাদের সমর্থন তাদের লাখো কোটি ভক্ত অনরাগীদের মনে প্রভাব ফেলতে পারে এবং তাদের সমর্থন একটি প্রার্থীর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই প্রতিটি প্রার্থীই নিজের পাশে জনপ্রিয় তারকাদের সমর্থন চান।

আরটিভি /এএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিম্নকক্ষে বিল পাসে শেষ মুহূর্তে ‘শাটডাউন’ এড়ালো যুক্তরাষ্ট্র
বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ, খোঁজখবর নেবে যুক্তরাষ্ট্র
গুমকাণ্ডে শেখ হাসিনার সম্পৃক্ততার প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সবসময় উদার: যুক্তরাষ্ট্র