• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

ভোল পাল্টে তারেক রহমানকে নিয়ে জয় চৌধুরীর পোস্ট, অতঃপর...

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৫ নভেম্বর ২০২৪, ১৯:৪৫
সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার নতুন প্রজন্মের নায়ক জয় চৌধুরী। এরইমধ্যে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে তার। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি। আগেও বিভিন্ন মেয়াদে সমিতির গুরুত্বপূর্ণ পদে ছিলেন এ অভিনেতা।

নতুন কাজের খবর না থাকলেও এই নায়ক হঠাৎ করেই রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনায় উঠে এসেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়ে রোষানলে পড়েছেন জয় চৌধুরী।

হঠাৎ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রশংসা ও দেশে ফেরার আহ্বান জানিয়ে নায়ক জয় চৌধুরীর ফেসবুক পোস্টে তার সমসাময়িক অনেকেই বিভ্রান্ত। কারণ, বিএনপি নিয়ে তিনি আগে কখনোই কোনো কথা বলেননি। জয় চৌধুরীর চলাফেরা ও ওঠাবসাও ছিল আওয়ামী ঘরানার সবার সঙ্গে। তাই তো ফেসবুক অনুসারীদের কেউ কেউ জয় চৌধুরীর উদ্দেশে মন্তব্যে লিখেছেন, হঠাৎ সুর বদলানো বন্ধ করেন।

সোমবার (৪ নভেম্বর) জয় তার ফেসবুক পেজে তারেক রহমানের একটি ছবি পোস্ট করেন। সেখানে ক্যাপশনে লেখেন, তারেক রহমান, আপনি স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান। আপনি সংস্কৃতিবান্ধব তারুণ্যের অহংকার, গণমানুষের নেতা। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দ্রুত ফিরে আসুন আমাদের মাঝে, আপনার অপেক্ষায় প্রিয় বাংলাদেশ।

এদিকে জয়ের সেই পোস্টের মন্তব্যের ঘরে চোখ রাখলেই দেখা যায় একের পর এক কটূক্তিসহ নানা ধরনের নেতিবাচক মন্তব্য করা হচ্ছে। যার সবই এ অভিনেতাকে লক্ষ্য করে। একইসঙ্গে আওয়ামী সরকারের সময় বিভিন্ন কর্মকাণ্ডে তার অংশ নেওয়ার বিষয়গুলোও তুলে ধরা হয়েছে মন্তব্যের ঘরে।

এ অভিনেতাকে উদ্দেশ্য করে সোহেল নেয়ামত নামের এক নেটিজেন লিখেছেন, আগে তো কখনো এমন পোস্ট করেন নাই। হঠাৎ বসন্তের কোকিলের মতো পোস্ট দিচ্ছেন? একটা প্রতিবাদ কখনো তারেক রহমানকে নিয়ে করেন নাই।

মেছার হোসেন নামের একজন লিখেছেন, চামচামি শুরু হয়ে গেছে। ওরে পল্টিবাজরা, আপনাদের সব স্ক্রিনশট আমার কাছে আছে।

এ ছাড়া আহসানুল করিম মিশু নামের একজন লিখেছেন, তুমি নতুন বিএনপি। বিগত ১৫ বছর দেখলাম না বিএনপির পক্ষে কথা বলতে বরং আওয়ামী লীগ সমর্থন করেছ।

এদিকে কয়েকজন আবার জয় চৌধুরীর মুজিব কোট পরা ছবিও জুড়ে দিয়েছেন মন্তব্যের ঘরে। এ নিয়েও নেতিবাচক মন্তব্যের শিকার হচ্ছেন এ অভিনেতা।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের শাসনামলে দলটির কোনো পদে না থাকলেও বিভিন্ন সময় তাদের আয়োজনে সরব উপস্থিতি ছিল জয় চৌধুরী।

আরটিভি/এএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি এককভাবে সরকার গঠন করতে চায় না: মির্জা ফখরুল
দেশ এখন নতুন চ্যালেঞ্জের মুখে: শামা ওবায়েদ
বিএনপি বীরের দল: ডা. জাহিদ হোসেন
উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী