• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

অভিষেকের সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন নিমরত

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১২ নভেম্বর ২০২৪, ১৬:২৫

ধুমধাম করে ২০০৭ সালে বিয়ে করেছিলেন ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন। বিয়ের পর সুখেই কাটছিল তাদের সংসার। ২০১১ সালে এই তারকা দম্পতির কোলজুড়ে আসে মেয়ে আরাধ্যা। বলিউডের হ্যাপি কাপল তকমাও পেয়েছিলেন তারা। তবে বিচ্ছেদের সুর হানা দিলো অভিষেক-ঐশ্বরিয়ার সংসারে।

অভিষেক ও ঐশ্বরিয়ার বিচ্ছেদ গুঞ্জনের কারণ হিসেবে উঠে এসেছিল শাশুড়ি-ননদের সঙ্গে তিক্ততার খবর। এবার এই ইস্যুকে পেছনে ফেলে এগিয়ে আছে অভিষেকের পরকীয়ার গুঞ্জন। নিমরত কৌরের সঙ্গে নাম জড়িয়েছে তার। এ নিয়ে অভিষেক টু-শব্দ না করলেও সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন নিমরত।

সম্প্রতি নিমরত একটি রিলস বানিয়েছেন, যেখাতে তাকে বলতে শোনা গেল ‘লোগ দেখ দেখকে জল জা’। বাংলা করলে দাঁড়ায়, লোকে দেখবে, আর জ্বলবে। নেটিজেনরা মনে করছেন, অভিষেক ও তাকে নিয়ে যে গুঞ্জন রটেছে, রিলসের মধ্যে দিয়ে তারই জবাব দিলেন নিমরত।

প্রসঙ্গত, নিমরত কৌরের সঙ্গে ‘দশভি’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন অভিষেক। চেনাজানা তখন থেকেই। তাহলে এ ছবির শুটিং থেকেই মন দেওয়া-নেওয়ার শুরু? ভেসে বেড়াচ্ছে প্রশ্ন। এসব অবশ্য মুখ খোলেননি অভিষেক ও ঐশ্বরিয়া।

আরটিভি /এএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩০ বছরের সংসার রক্ষা করতে পারলেন না গার্দিওলা
বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন আমিরপুত্র
তারেক রহমান বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ: সালেহ প্রিন্স
অবশেষে বিচ্ছেদ হলো জোলি-পিটের