• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

জ্যাকলিনের জন্য জেলে বসেই ট্রাম্পকে চিঠি দিলেন সুকেশ

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৩ নভেম্বর ২০২৪, ১৪:০৮
ছবি: সংগৃহীত

ভারতে ২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির মামলায় বর্তমানে কারাগারে আছেন কনম্যান সুকেশ চন্দ্রশেখর। তবে তিনি বেশি আলোচনায় আসেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে জড়িয়ে। কারণ এই আর্থিক কেলেঙ্কারিতে নাকি জড়িত ছিল অভিনেত্রীও। বরাবরই জ্যাকলিনকে নিজের প্রেমিকা দাবি করে এসেছেন সুকেশ।

কারাগারে বসে প্রায়ই জ্যাকলিনকে চিঠি পাঠান সুকেশ। খবরের শিরোনামেও উঠে আসে সেসব চিঠি। কিন্তু এবার অভিনেত্রীকে নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছেন সুকেশ। এমনকি ট্রাম্পকে ‘বড় ভাই’ বলেও সম্বোধন করেছেন তিনি!

আমেরিকার নির্বাচনে জয়ী হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন সুকেশ চন্দ্রশেখর। পাশাপাশি জ্যাকলিনের জন্য একটি আর্জিও রেখেছেন তিনি।

সুকেশ তার চিঠিতে লিখেছেন, আপনার সঙ্গে শেষ সাক্ষাৎ আজও মনে আছে। সেটা প্রায় এক যুগ আগের কথা। আপনি একটি পরামর্শ দিয়েছিলেন। আপনি বলেছিলেন, এই পৃথিবী যেমন, তেমন ভাবেই গ্রহণ করুন, বা আপনি যেভাবে দেখতে চান, সেভাবেই দেখুন। কথাগুলো আমার কানে আজ আবার বাজলো। আমাকে এমন উৎসাহ, ভালোবাসা দেওয়ার জন্য আপনাকে ভালোবাসি ভাই।

সুকেশ আরও লেখেন, আপনি বলেছিলেন, নিজের প্রেমিকাকে সবসময় সম্মান দিয়ে রাখবেন। সবসময় তাকে মাথায় তুলে রাখবেন। সে কারণেই নাকি আমেরিকায় এক স্টুডিওতে ১৩৫ মিলিয়ন ডলারও বিনিয়োগ করতে চান তিনি। জ্যাকলিনের জন্যই তার এই বিনিয়োগ পরিকল্পনা।

২০১৫ সালে আর্থিক জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হন সুকেশ। তখন থেকেই মান্ডোলি কারাগারে আছেন তিনি। এদিকে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) এই অপরাধের তদন্তের সময় নাম উঠে আসে জ্যাকুলিনের।

সেসময় সুকেশ দাবি করেন, অভিনেত্রীর সঙ্গে ডেটিং করেছেন তিনি। সুকেশের সঙ্গে সম্পর্কে থাকায় বিতর্কে নাম জড়ায় জ্যাকলিনেরও। ২০২১ সাল থেকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন অভিনেত্রী। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে— সমাজের উঁচুতলার ব্যক্তিদের ফাঁদে ফেলে আর্থিক প্রতারণা করতেন জ্যাকলিন।

আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার অ্যাটর্নি জেনারেল হিসেবে যাকে বেছে নিলেন ট্রাম্প
ট্রাম্পের দলের নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান ড. ইউনূসের
কলা বেঁধে রকেট উৎক্ষেপণ করলেন ইলন মাস্ক, জানা গেল কারণ
ট্রাম্পের জয়ে দেশ ছাড়তে পারেন যেসব হলিউড সেলিব্রিটি