ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

হঠাৎ বধূ বেশে চমক দেখালেন অভিনেত্রী চমক

বিনোদন ডেস্ক, আরটিভি

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ , ০৫:৩৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বিয়ের জন্য নির্দিষ্ট কোনো সময় না থাকলেও শীত ঋতুতে গ্রামেগঞ্জে বিয়ের সানাই একটু বেশিই শোনা যায়। বিষয়টি শহরের মানুষের মধ্যেও লক্ষ্য করা যায়।এই সময়ে পার্লারগুলোতে ব্রাইডাল সাজের হিড়িক পড়ে যায়।

বিজ্ঞাপন

বিষয়টিকে মাথায় রেখে রাজধানীর ধানমন্ডিতে একটি পার্লারে ফটোশুটের আয়োজন করা হয়। এতে বউ সাজেন জনপ্রিয় সংগীতশিল্পী লুইপা, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, মডেল-ব্র্যান্ড প্রোমোটার বারিশা হক। গৌতম সাহার কোরিওগ্রাফিতে ব্রাইডাল সাজে ফটোশুটে অংশ নেন তারা।

বিজ্ঞাপন

সংগীতশিল্পী লুইপার এটি নতুন অভিজ্ঞতা। তিনি বলেন, গানের ভুবনের মানুষ হয়ে মডেলিং কখনো করা হয়নি। তা-ও ব্রাইডাল লুকে! ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা দাদার চমৎকার কৌরিওগ্রাফিতে তা সম্ভব হয়েছে। দারুণ একটা কাজ হয়েছে। তাছাড়া এখানকার মেকআপ দারুণ হয়েছে। সব মিলিয়ে সবার কাছে ভালো লাগবে।

বিজ্ঞাপন

মিরর মিরর বিউটি লাউঞ্জের কর্ণধার ইভা রহমান বলেন, শীতের মৌসুমে ব্রাইডাল মেকআপ বেশি করা হয়। মিরর মিরর বিউটি লাউঞ্জে মেকআপ ও হেয়ারের কাজের জন্য বেশি লোক আসেন। বেশ ভালো সাড়া পাচ্ছি।

আরটিভি/এএ/এসএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |