• ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
logo

শত্রুপক্ষ চাইবে ঘা হলেই হাত-পা কেটে যেন দুর্বল হয়ে যাই: তাসরিফ খান

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৪ নভেম্বর ২০২৪, ১৯:২৩
সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘কুঁড়েঘর’ ব্যান্ডের প্রধান ভোকাল তাসরিফ খান। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব তিনি। বিভিন্ন ইস্যুতে প্রায়ই ফেসবুকে লেখালেখি করেন এই শিল্পী। দেশের বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। জুলাই আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে থেকেছেন। ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে নিয়ে সবর ছিলেন।

ছাত্র-জনতার তোপের মুখে গত ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশের দায়িত্বভার গ্রহণ করে অন্তবর্তীকালীন সরকার। দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়েছে এই সরকার। বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় সমন্বয়কদের। এমন অবস্থায় তৃতীয় পক্ষের কোনো ফাঁদে পা না দিতে ভক্তদের প্রতি আহ্বান জানালেন কুঁড়েঘর ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও সংগীতশিল্পী তাসরিফ খান।

এই গায়ক বুধবার (১৩ নভেম্বর) এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আপনার হাতে পায়ে বা কোথাও ব্যথা পেলে, অসুখ হইলে কি করেন? হাত পা কেটে ফেলে দেন? নাকি ক্ষত স্থানে ওষুধ দেন, মলম লাগায়, চিকিৎসা করায়ে সারানোর চেষ্টা করেন?

শত্রুপক্ষ চাইবে ঘা হলেই হাত-পা কেটে যেন দুর্বল হয়ে যাই: তাসরিফ খান

এরপর আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ ছিলেন উল্লেখ করে তিনি লেখেন, ২৪ এর ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে আমরা সবাই মিলে একটা শরীরের মতোই। শরীর থাকলে শরীরে সমস্যা হবেই, এটাই স্বাভাবিক। কখনও ঘা হবে, কখনও হাত-পা কেটে যাবে, ভাঙবে আবার মচকাবে। শত্রুপক্ষ সবসময়ই চাইবে যেন আমরা সামান্য ঘা হলেই হাত-পা কেটে ফেলে নিজেরাই দুর্বল হয়ে যাই। কিন্তু এই সুযোগ তাদের দেওয়া যাবে না।

শত্রুপক্ষের ফাঁদে পা দেওয়া যাবে না উল্লেখ করে তাসরিফ বলেন, আমাদের হাত-পা যতই কাটুক, ভাঙুক কিংবা মচকে যাক, আমরা তা চিকিৎসা করে নিজের শরীরের মতোই সারিয়ে নেব। কিন্তু ভুলেও তৃতীয় পক্ষের প্ররোচণায় বা ট্রাপে পড়ে তা কেটে ফেলার চিন্তাও মাথায় আনবো না।

আরটিভি/এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার মিরপুরে মাঝরাতে তাসরিফের সামনে ফিল্মি স্টাইলে ছিনতাই
এমন বাজে অভিজ্ঞতার শিকার আমরা এর আগে হইনি: তাসরিফ খান
কারও মনে আঘাত দিয়ে বড় হতে পারবেন না: তাসরিফ
কত ক্ষমতা সিন্ডিকেট ব্যবসায়ীদের, প্রশ্ন তাসরিফের