• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

অডিশনে অজ্ঞান করে যৌন হয়রানির চেষ্টা, অতঃপর...

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৫ নভেম্বর ২০২৪, ১৩:৩৫
সংগৃহীত
ছবি: সংগৃহীত

শোবিজের চাকচিক্যময় জীবন দেখে অনেকেই চায় এই অঙ্গনে নাম লিখিয়ে আভিজাত্য, যশ, খ্যাতি অর্জন করতে। আর সেটা যদি হয় বলিউডে তাহলে তো আর কথাই নেই। বলিউড তারকাদের পরিচিতি বিশ্বজুড়ে। বলিউডের সিনেমার কদর পুরো দুনিয়াব্যাপী। তাই উপমহাদেশীয় অঞ্চলে প্রতিটি অভিনয়শিল্পীর একটাই স্বপ্ন, বলিউডের সাম্রাজ্যে নিজের পা রাখা।

এই চাকচিক্যের জগতের পাশাপাশি বলিউডের অজানা কিছু কালো অন্ধকার দিক রয়েছে, যা সচরাচর প্রকাশ্যে আসে না। এই ইন্ডাস্ট্রিতে এমন কিছু জিনিস রয়েছে, যা লোকলজ্জার ভয়ে আড়ালেই থেকে যায়। যার মধ্যে একটি হলো কাস্টিং কাউচ অর্থাৎ কাজের বিনিময়ে কুপ্রস্তাব দেওয়া।

বেশ কিছুদিন ধরেই বি-টাউন সরগরম পর্দায় অভিনয়ের সুযোগ দেওয়ার নামে যৌন হয়রানির একাধিক ঘটনা প্রকাশ্যে আসায়। বহু তারকা বিনোদন দুনিয়ায় কাস্টিং কাউচের কথা সামনে এনেছেন। এবার কাস্টিং কাউচ নিয়ে বোমা ফাটালেন টিভি অভিনেত্রী রেশমি দেশাই। তিনি জানালেন, কীভাবে মাত্র ১৬ বছর বয়সে তার সঙ্গে অন্যায়ভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করা হয়েছিল।

হিন্দি টেলি দুনিয়ার জনপ্রিয় নাম রেশমি দেশাই। বিগ বসেও অংশ নিয়েছিলেন। তিনিই জানালেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। শেষে ওই ব্যক্তিকে থাপ্পড় মেরেছিলেন অভিনেত্রীর মা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে কাস্টিং কাউচ নিয়ে কথা বলেছেন রেশমি দেশাই। তিনি বলেন, দুর্ভাগ্যবশত আমাকে এই খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল। এ নিয়ে আমি বেশ কয়েকবার কথাও বলেছি। ইন্টারনেটে আমার বলা এই একই বিষয়ে অনেক কিছু পেয়ে যাবেন। আমার মনে আছে, আমাকে একটা অডিশনের জন্য ডাকা হয়েছিল। যখন ওখানে যাই, ওই লোকটি ছাড়া আর কেউ ছিল না। তখন আমার বয়স মাত্র ১৬, আমাকে অজ্ঞান করার চেষ্টা করেছিল সে। আমার খুব অস্বস্তি হচ্ছিল, কোনোরকমে আমি বেরিয়ে এসেছিলাম। কিছু সময় পর আমি আমার মাকে সব কথা বলি।

একই ঘটনা নিয়ে রেশমি দেশাই আরও বলেন, মনে আছে, আমি পরদিন মাকে নিয়ে সেই লোকটার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আর আমার মা ওকে শিক্ষা দিতে কষিয়ে চড় মেরেছিল। কাস্টিং কাউচ সত্যিই আছে। আমার সঙ্গেই হয়েছে। আসলে সব ইন্ডাস্ট্রিতেই ভালো আর খারাপ, দুই রকম মানুষকে পাওয়া যায়। আমার ভাগ্য ভালো, পরবর্তী সময়ে আমি অসাধারণ মানুষদের পাশে পেয়েছি। ভগবান সহায় ছিল।

প্রসঙ্গত, ‘উত্তরণ’ দিয়ে রেশমি দেশাই অভিনয়ে পা রেখেছিলেন। ‘ইশক কা রং সফেদ’ ও ‘আধুরি কাহানি হামারি’র মতো হিন্দি সিরিয়ালে দেখা গিয়েছে রেশমি দেশাইকে। ২০১২ সালে নিজের ‘উত্তরণ’ সহ-অভিনেতা কোস্টার নন্দিশ সান্ধুকে বিয়ে করেন অভিনেত্রী। তবে ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়।

আরটিভি / এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির ঘটনায় অধ্যাপকের শাস্তি বাতিল
ইবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানিসহ নানা অভিযোগ, তদন্তে কমিটি
রাবিতে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ, রিকশাচালককে পুলিশে সোপর্দ
২ দফা দাবি নিয়ে শিল্পকলায় নারী কর্মকর্তাদের অর্ধদিবস কর্মবিরতি