• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

শুটিংয়ে আহত অভিনেত্রী, এরপর যা ঘটল

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৬ নভেম্বর ২০২৪, ১২:০৫
লহমা ভট্টাচার্য

শুটিং সেটে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন পশ্চিমবঙ্গের অভিনেত্রী লহমা ভট্টাচার্য। দুর্ঘটনায় আহত হওয়ার খবরটি অভিনেত্রী নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। হাসপাতালের বিছানায় শুয়েই নিজের পরিস্থিতির ভক্তদের কাছে তুলে ধরেন লহমা।

সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুটিংয়ের দিনটা অন্যভাবে পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু ঘটল অন্যরকম। দুর্ঘটনা তো ঘটতেই পারে। অস্ত্রোপচার হয়েছে। তবে আমাকে শক্ত থাকতে হবে।’ ওই ছবিতে দেখা যায়, স্যালাইন চলছে লহমার শরীরে।

দুর্ঘটনা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, শুটিং ফ্লোরে নাচার সময় আমার ডান পায়ের আঙুলে চাপ পড়ে নখ ভেঙে মাংসের মধ্যে ঢুকে যায়। এরপর দ্রুত হাসপাতালে চলে যাই। পরে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। তবে এখন আগের চেয়ে একটু ভালো আছেন বলে জানান লহমা। গেল বৃহস্পতিবারই তাকে ছেড়ে দেওয়ার কথা।

জানা গেছে, গত ১২ নভেম্বর ‘চালচিত্র’ সিনেমার একটি বিশেষ গানের শুটিং করছিলেন পরিচালক প্রতিম ডি’গুপ্ত। এই গানে ছিলেন সিনেমার দুই অভিনেতা টোটা রায় চৌধুরী এবং শান্তনু মহেশ্বরী। গানটিতে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন লহমা।

প্রসঙ্গত, জিতের ‘রাবণ’ সিনেমা থেকে টালিউডে পা রাখেন লহমা। এরপর পরমব্রত ও আবিরের সঙ্গে ‘বিয়ে বিভ্রাট’ সিনেমায় তাকে দেখা গেছে। প্রথম সিনেমাতেই টালিউডে সবার নজর কেড়েছেন অভিনেত্রী।

আরটিভি/এইচএসকে/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুখে অস্ত্রোপচার ইস্যুতে ক্ষুব্ধ আলিয়া
আমার শরীরে ১১টি অস্ত্রোপচার হয়েছে: বেজবাবা সুমন
ছানি অস্ত্রোপচারে দেরি হলে যেসব ক্ষতি হয়
শঙ্কামুক্ত মানিক, ভারতে অনুপ্রবেশের চেষ্টায় মামলা