‘পথের পাঁচালী’র দুর্গা আর নেই

বিনোদন ডেস্ক, আরটিভি

সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ , ০২:২৪ পিএম


‘পথের পাঁচালী’র দুর্গা আর নেই
উমা দাশগুপ্ত

কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায় নির্মিত জনপ্রিয় চলচ্চিত্র পথের পাঁচালীতে ‘দুর্গা’ চরিত্রে অভিনয় করে সবার নজর কেড়েছিলেন উমা দাশগুপ্ত।

বিজ্ঞাপন

সোমবার (১৮ নভেম্বর) সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসার ভুগছিলেন উমা। চিকিত্‍সার জন্য পশ্চিমবঙ্গের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। তবে শেষ রক্ষা হলো না। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গণমাধ্যমে অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী।

বিজ্ঞাপন

দীর্ঘদিন লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে থাকলেও সাদা-কালো সিনেমার দুনিয়ায় অপু-দুর্গার সেই অনবদ্য চরিত্র আজও মনে দাগ কেটে আছে দর্শকের। অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টালিউড ইন্ডাস্ট্রিতে।

শৈশব থেকেই থিয়েটার করতেন উমা। অভিনেত্রী যে স্কুলে পড়তেন সেখানকার প্রধান শিক্ষকের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল সত্যজিৎ রায়ের। আর সেই শিক্ষকের সুবাদেই তিনি আবিষ্কার করেছিলেন পথের পাঁচালীর ‘দুর্গা’ উমাকে।

তবে মেয়ে চিত্রজগতে আসুক সেটা একবোরেই চাননি উমার বাবা। পরে অভিনেত্রীর পরিবারকে রাজি করানোর দায়িত্ব নিয়েছিলেন খোদ পরিচালক সত্যজিৎ রায়। অবশেষে পরিবারের সম্মতি নিয়েই ‘পথের পাঁচালী’র দুর্গাকে নিজের মধ্যে ধারণ করে সবার মনে জায়গা করে নিয়েছিলেন উমা।  

বিজ্ঞাপন

আরটিভি/এইচএসকে/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission