ঢাকামঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

কার ওপরে ক্ষোভ ঝাড়লেন সোহানা সাবা

বিনোদন ডেস্ক, আরটিভি

সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ , ০৩:৩১ পিএম


loading/img
সোহানা সাবা

শোবিজের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সোহানা সাবা। ছোট পর্দা, ওটিটি ও বড় পর্দায় সমান তালে অভিনয় করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব এই অভিনেত্রী। প্রায়ই সেখানে নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি নানান ইস্যুতে প্রতিবাদের সুরেও কথা বলতে দেখা যায় তাকে। এবার নেটমাধ্যমে ক্ষোভ ঝাড়লেন সাবা।

বিজ্ঞাপন

সোহানা সাবা

সোমবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে কোনো এক ব্যক্তির ওপর ক্ষোভ ঝেড়েছেন অভিনেত্রী। তবে তার নাম-পরিচয় কিছু প্রকাশ করেননি সাবা। 

বিজ্ঞাপন

পাঠকদের জন্য অভিনেত্রীর পোস্টটি হুবহু তুলে ধরা হলো— 

‘আপনি আমি সেইম না ব্রো!

বিজ্ঞাপন

আপনি গত ১৫ বছরের (সুবিধা পেতে) চামচামিগুলো একসঙ্গে ডিলিট করতে পারবেন না বলে প্রোফাইল লক করে বসে আছেন (যদিও প্রোফাইল ওপেন থাকলেও আপনার চেহারা দেখতে দুইজন মানুষও যাবে না আপনার প্রোফাইলে)।

বিজ্ঞাপন

আর আমি আমার স্টোরিতে স্টিকার মারলে ‘কে’ এটা জানার জন্য আপনার ঘুম হারাম হয় অথবা আমার পোস্টে কেন কমেন্ট করতে দেওয়া হচ্ছে না সেটা নিয়ে আপনার খুব রাগ!’

স্ট্যাটাসটি দেওয়ার পরই সাবার ভক্তদের মনে বাসা বেঁধেছে নানান প্রশ্ন। হঠাৎ কার ওপরে খেপলেন অভিনেত্রী? আর কেনই বা এমন পোস্ট দিয়েছেন তিনি? এমন প্রশ্নের উত্তর জানতে মুখিয়ে রয়েছেন তারা। 

প্রসঙ্গত, কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমা দিয়ে বড় পর্দায় পা রাখেন সাবা। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। স্বামীর সঙ্গে ডিভোর্সের পর থেকে ছেলেকে নিয়ে একাই পথ চলছেন অভিনেত্রী।  


আরটিভি/এইচএসকে 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |