• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

বিশ্ব টয়লেট দিবসে যে ঘোষণা দিলেন শাকিব খান

আরটিভি নিউজ

  ১৯ নভেম্বর ২০২৪, ২২:১৩
সংগৃহীত
ছবি: সংগৃহীত

নভেম্বরের ১৯ তারিখ একই দিনে দুই দিবস। একটি পুরুষ দিবস এবং অন্যটি টয়লেট দিবস। এমন দিনে ‘টয়লেট’ সংক্রান্ত এক ঘোষণা নিয়ে হাজির হলেন এই সময়ের বাংলা চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়ক শাকিব খান। তবে শুধু শাকিব খানই নয়, ঘোষণার সময় হাজির ছিলেন দেশের জনপ্রিয় এক ঝাঁক তারকা।

নভেম্বর মাসজুড়ে প্রতিটি টাইলক্স টয়লেট ক্লিনার বিক্রির থেকে ১০ টাকা দেওয়া হবে সারাদেশে সুবিধাবঞ্চিত মানুষের জন্য। বিশ্ব টয়লেট দিবসে হাইজেনিক টয়লেট নির্মাণের লক্ষ্যে এই ঘোষণা দিয়েছেন মেগাস্টার শাকিব খান।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। বিশ্ব টয়লেট দিবসের প্রতিপাদ্য ‘আ প্লেস ফর পিস’-কে সামনে রেখে ‘দুস্থ মানুষের টয়লেট নির্মাণে পাশে থাকুন টাইলক্স কিনে’-স্লোগান নিয়ে, এই ক্যাম্পেইনটি ঘোষণা করা হয়।

শাকিব খান বলেন, অত্যাধুনিক সব পণ্য তৈরির পাশাপাশি আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী দেখতে চায় টাইলক্স। আর তাই, পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে টাইলক্স হাইজেনিক টয়লেট ক্লিনার উৎপাদন হচ্ছে দেশের সবচেয়ে বড় টয়লেট ক্লিনার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে, সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ গুণগতমানসম্পন্ন কাঁচামাল ব্যবহার করে।

শাকিব খান ও মিম ছাড়াও অনুষ্ঠানে ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক ও টাইলক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সিয়াম আহমেদ, পূজা চেরী, দীঘি, জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান এবং সিনেমা ও সংগীত জগতের আরো অনেক বিখ্যাত তারকা।

আরটিভি /এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাকিব আমার সঙ্গে দেখা করতে লুকিয়ে শিলিগুড়ি আসে: অপু
পূজার ভাইরাল হওয়া ভিডিও নিয়ে যা বললেন অপু বিশ্বাস
এশিয়া কাপজয়ী তামিমকে দলে নিতে চায় রংপুর
দীপ্ত টিভির কর্মী তামিম হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার